Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটের আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচনের সম্ভাবনা, প্রস্তুতি শুরু তৃণমূলের

কলকাতা: সামনের বছরের ভোটকে অনেকেই পাখির চোখ করে রেখেছে। মূল প্রতিদ্বন্দ্বী হল বিজেপি এবং তৃণমূল। এই দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়তে রাজি নয়। কিন্তু এসবের মাঝেও এবার সবুজ সিগনাল।…

Avatar

কলকাতা: সামনের বছরের ভোটকে অনেকেই পাখির চোখ করে রেখেছে। মূল প্রতিদ্বন্দ্বী হল বিজেপি এবং তৃণমূল। এই দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়তে রাজি নয়। কিন্তু এসবের মাঝেও এবার সবুজ সিগনাল। কারণ একুশের আগেই রাজ্যে  হতে পারে বিধানসভা উপনির্বাচন। আপাতত এটাকেই লক্ষ করে কাজ এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের লক্ষ্যে এবার দায়িত্ব নিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর ওই বিধানসভাতেই রাজীবের সঙ্গে দায়িত্ব রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জিততে মরিয়া তৃনমূল এখন স রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফালাকাটার ছাড়াও ভোট হতে পারে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও। এর আগে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে ও দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবকে। কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনে ৫৮ হাজার ভোটে পিছিয়ে ছিল। জেতার অস্ত্র হিসেবে এখন থেকেই তারা জোরকদমে প্রচার চালাতে শুরু করে দিয়েছে। এক্ষেত্রে উপলক্ষ পায়ে হাটা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসবের মাঝেই জেতার নতুন হাতিয়ার হিসেবে পেয়েছে কৃষি বিল। বুধবার বিলের বিরোধিতা করে পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। আর এদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল মহিলা কংগ্রেস।

কৃষি বিল নিয়ে হাঙ্গামা করায় সাসপেন্ড হওয়া আট সাংসদই সোমবার সারা রাত সংসদ ভবনের লনে গান্ধি মূর্তির নীচে বসে প্রতিবাদ দেখান৷ এমনকি সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে দাঁড়িয়ে এ দিন রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বাম দলের সাংসদরা। এর মধ্যেই  সর্বভারতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াইয়েও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন দলের তরফে এক ট্যুইট বার্তায় তৃণমূল কংগ্রেস  দাবি করেন তারাই প্রকৃত কৃষক স্বার্থ রক্ষাকারী।

About Author