Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলীর আগেই খুলে যাচ্ছে সমস্ত স্কুল, ক্লাস করতে হবে সপ্তাহে তিনদিন

গুয়াহাটি: দেশের অন্যান্য জায়গার মতো অসমের চিত্রটাও করোনা পরিস্থিতিতে প্রায় একইরকম। তবে অন্যান্য রাজ্য যত তাড়াতাড়ি আনলক প্রক্রিয়া শুরু করে নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তত তাড়াতাড়ি…

Avatar

গুয়াহাটি: দেশের অন্যান্য জায়গার মতো অসমের চিত্রটাও করোনা পরিস্থিতিতে প্রায় একইরকম। তবে অন্যান্য রাজ্য যত তাড়াতাড়ি আনলক প্রক্রিয়া শুরু করে নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তত তাড়াতাড়ি স্বাভাবিক হতে এখনও পর্যন্ত খুব একটা পারেনি অসম। তবে এবার নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে সব কিছু খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন অসময়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত শর্মা। এর পাশাপাশি ১ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত হোস্টেলগুলি খুলে যাবে, এমনটাও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের হস্টেলগুলি খুলে দেওয়া হবে। তার আগে ১ নভেম্বর থেকে চালু হবে স্কুল। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্কুলগুলিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে অসম সরকার।’ জানা গিয়েছে আপাতত স্কুলের সময় দু’ভাগে ভাগ করা হবে। স্কুলের প্রথম পর্ব চলবে সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। এরপর ফের দুপুর দেড়টা থেকে ক্লাস চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। পড়ুয়াদের সপ্তাহে তিন দিন স্কুলে আসতে হবে বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author