Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dearness Allowance: এই রাজ্যেও কর্মচারীদের জন্য বাড়লো মহার্ঘ ভাতা, দিওয়ালির আগে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

আসাম সরকার সম্প্রতি তার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভা ইতিমধ্যেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়ে দিয়েছে। এই তিন…

Avatar

আসাম সরকার সম্প্রতি তার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভা ইতিমধ্যেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়ে দিয়েছে। এই তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে যাবার পরে আসামের সরকারি কর্মচারীরা এখন ৫৩ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কিন্তু ৫৩ শতাংশ করেই মহার্ঘ ভাতা এই মুহূর্তে পাচ্ছেন। ফলে অসম সরকার বর্তমানে তাদের কর্মীদের কোনরকম বকেয়া বাকি রাখছে না। কর্মচারীর আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তাদের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এই মহার্ঘ ভাতা চারটি সমান কিস্তিতে দেওয়া হবে।

দ্বিতীয়বার বাড়লো মহার্ঘ ভাতা

এএনআই-র প্রতিবেদন অনুসারে, মুখ্যমন্ত্রী বলেছেন মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মীদের জন্য দীপাবলির একটা বড় উপহার হতে চলেছে। এই বছর দ্বিতীয় বার আসাম সরকার তাদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। মার্চ মাসে রাজ্য সরকার মহার্ঘ ভাতার পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। এর ফলে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়ে গিয়েছিল। মন্ত্রিসভার বৈঠকের পরে সংবাদ সম্মেলনে চা বাগান ভবিষ্যৎ তহবিল প্রকল্পের অধীনে ১৫,০০০ টাকা মাসিক বেতন সীমা অপসারণ এর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর এর পরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মন্ত্রিসভায় এসব প্রস্তাব অনুমোদন করল

এই মহার্ঘ ভাতা প্রস্তাবের পাশাপাশি আরো বেশ কিছু প্রস্তাব অসম মন্ত্রিসভা গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো রিলায়েন্স বায়ো এনার্জির সাথে সমঝোতা স্মারক তৈরি করা। বিখ্যাত তীরন্দাজ জয়ন্ত তালুকদার কে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি নোমালিগড রিফাইনারি লিমিটেড এবং নাবার্ড-এর অধীনে বেশ কয়েকটি রাস্তা ও সেচ প্রকল্পে ২০৫ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। তামুলপুর জেলায় নির্বাচন বিভাগ গঠন করা হয়েছে। মন্ত্রিসভা ভগবান কৃষ্ণের জীবনের উপর ভিত্তি করে পারফর্মেন্স সম্বলিত রাস উৎসবের আয়োজনকারী প্রায় ২০০০টি কমিটিকে ২৫ হাজার টাকার এককালীন অনুদান অনুমোদন করেছে। এছাড়াও, অসমীয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়াকে উদযাপন করতে রাজ্যে ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভাষা গর্ব সপ্তাহ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

About Author