Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Asia Cup 2023: এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা ভারতের, দলে ফিরলেন বুমরাহ-রাহুল সহ একাধিক তারকা ক্রিকেটার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন এশিয়া কাপ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সোমবার দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষিত হয়েছে শক্তিশালী স্কোয়াড। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা,…

Avatar

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন এশিয়া কাপ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সোমবার দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষিত হয়েছে শক্তিশালী স্কোয়াড। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, প্রধান দল নির্বাচক চেতনা শর্মা সহ একাধিক স্টাফ উপস্থিত ছিলেন আলোচনা সভায়। দীর্ঘ আলোচনা শেষে শ্রীলংকার আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরের আয়োজন পাকিস্তান করলেও ভারতের বিরোধিতায় কারনে শ্রীলংকার মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই আসন্ন এশিয়া কাপের মেগা আসর নিয়ে মোটের ওপর উষ্ণতময় সময় কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর উপরিস্থিতিতে দল নির্বাচনের ক্ষেত্রে সবদিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হয়েছে টিম ইন্ডিয়ার কর্মকর্তাদের।আমরা আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরে রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যেখানে হার্দিক পান্ডিয়ার হাতে থাকবে সহ-অধিনায়কের দায়িত্ব। এছাড়া দীর্ঘ সময় অতিবাহিত করার পর এশিয়া কাপে দলের প্রত্যাবর্তন করছেন কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার তথা জসপ্রিত বুমরাহ। তবে আশ্চর্যজনকভাবে এশিয়া কাপে ভারতীয় দলের সুযোগ পাননি চতুর চাহাল। তার স্থানে অক্ষর প্যাটেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।এক নজরে এশিয়া কাপে ভারতের শক্তিশালী স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাঅতিরিক্ত খেলোয়াড়– সঞ্জু স্যামসন
About Author