Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Asia Cup 2023: প্রকাশিত হল এশিয়া কাপের সময়সূচি, এই তারিখে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান

২০২৩ এশিয়া কাপের মেগা আসর নিয়ে এখন উত্তেজনার শেষ নেই ক্রিকেট মহলে। না না তালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, খুব…

Avatar

২০২৩ এশিয়া কাপের মেগা আসর নিয়ে এখন উত্তেজনার শেষ নেই ক্রিকেট মহলে। না না তালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এশিয়া কাপের চূড়ান্ত ভেন্যু এবং সময়সূচী প্রণয়ন করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে আয়োজিত হবে ২২ গজের মহাযুদ্ধ। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপ ২০২৩-এ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল সহ মোট ৬টি দল অংশগ্রহণ করবে।

আগামী ৩১শে আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের মেগা আসর। যা চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। সূত্রের খবর, এই মহাযুদ্ধে মাত্র ৪টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান এবং বাকি ৯টি ম্যাচ আয়োজন করবে শ্রীলংকা। লীগ পর্ব, সুপার-৪ ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মহাযুদ্ধে। উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান ও নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে, অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশকে ‘বি’ গ্রুপে রাখা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত ম্যাচ সূচি এখনো পর্যন্ত ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই, আসন্ন এশিয়া কাপের আসরে কোন রকম অঘটন না ঘটলে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে তিনবার। ফলে স্বাভাবিকভাবে ভেন্যু সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য। সূচি অনুযায়ী, লীগ পর্বে ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ৩ সেপ্টেম্বর। যা শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে।

About Author