খেলাক্রিকেট

Asia Cup 2022: ঘোষিত হল এশিয়া কাপের দিনক্ষণ, দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান, জেনে নিন সময়

২০২২ এর সূচি অনুযায়ী ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ক্রিকেটের ২২ গজে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই খেলার সূচী ঘোষণা করেছেন। ২৭শে আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের। ২০২২ এশিয়া কাপের মেগা ইভেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisement
Advertisement

২০২২ এর সূচি অনুযায়ী ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উৎসবে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের লজ্জার পরাজয় মাথায় রেখে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলতে নামবে ভারত। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেটের এই মেগা ইভেন্টে, ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্রুপ ম্যাচ হবে। এরপর সুপার-৪ দলের ম্যাচ হবে, যা ৩রা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১১ই সেপ্টেম্বর রবিবার, ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Advertisement
Advertisement

এক নজরে ২০২২ এশিয়া কাপে ভারতের ম্যাচ:
২৮ আগস্ট – ভারত বনাম পাকিস্তান, দুবাই
৩১শে আগস্ট- ভারত বনাম কোয়ালিফাইং দল, দুবাই

Advertisement

Related Articles

Back to top button