ভারতে যেসব ওয়েব সিরিজ এই মুহূর্তে বেশ জনপ্রিয় তার মধ্যে অন্ততম হলো এম এক্স প্লেয়ারের আশ্রম। এই ওয়েব সিরিজে নিরালা বাবা চরিত্রে অভিনয় করে একেবারে সকলকে চমকে দিয়েছিলেন ববি দেওল। বহুদিন পরে বলিউডে কামব্যাক করে প্রথম ওয়েব সিরিজেই সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। তবে তার পাশাপাশি এই ওয়েব সিরিজে আরো একজন অভিনেত্রীর ব্যাপারে কথা না বললেই নয়। তিনি হলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। প্রথমে তাকে আমরা কাকাবাবুর সিনেমা মিশর রহস্য থেকে চিনতে পারলেও, এখন বলি দুনিয়ায় একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন তিনি।
বন্দিশ ব্যান্ডিটস এবং আরো অনেক ওয়েব সিরিজে তাকে আমরা দেখেছি। এছাড়া কিছু সিনেমাতেও তার অভিনয় ছিল নজরকাড়া। তবে তার জীবনের হয়তো সেরা অভিনয়টা তিনি করেছেন আশ্রম ওয়েব সিরিজে। এই সিরিজে তার সঙ্গে নিরালা বাবার এই রোম্যান্স রীতিমতো বাষ্প তৈরি করেছিল নেট দুনিয়ায়। রাতারাতি যেনো নেট দুনিয়ার একজন বড়ো তারকা হয়ে উঠেছিলেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএহেন ত্রিধা চৌধুরীকে নিয়ে আবারো কথা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে তার কোনো অভিনয়ের জন্য না, বরং তার আপলোড করা একটি ছবির জন্য। আসলে তিনি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এবং মাঝেমধ্যেই তাকে এই প্ল্যাটফর্মে নানা রকমের ছবি আপলোড করতে দেখা যায়। সেরকমই এবারেও একটি ছবি দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন।
এই ছবিতে তাকে দেখা যাচ্ছে তিনি একটি গোলাপি রঙের টপ পরেছেন। এই টপের কাধে একটি বেল্ট বাঁধা আছে। অভিনেত্রী নিজের সঙ্গে একটি স্লিং ব্যাগ ক্যারি করছেন এবং তার সাথেই তিনি ক্যারি করছেন একটি নিউড মেকআপ এবং তার লুক রীতিমতো সাড়া নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।