Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাকলেস পোশাকে গায়কের সাথে সেক্সী পোজ দিলেন আশ্রমের ববিতা বৌদি, নেটিজেনদের মন্তব্য – ‘নিরালা বাবা রেগে যাবেন’

বর্তমান যুগে সিনেমা সিরিয়ালের পাশাপাশি পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন ওয়েব সিরিজের। এই ওয়েব সিরিজের কথা বললে জনপ্রিয়তার নিরিখে তালিকার শীর্ষে থাকে ববি দেওলের অ্যাডাল্ট ওয়েব সিরিজ আশ্রম। ইতিমধ্যেই ভারতীয়…

Avatar

বর্তমান যুগে সিনেমা সিরিয়ালের পাশাপাশি পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন ওয়েব সিরিজের। এই ওয়েব সিরিজের কথা বললে জনপ্রিয়তার নিরিখে তালিকার শীর্ষে থাকে ববি দেওলের অ্যাডাল্ট ওয়েব সিরিজ আশ্রম। ইতিমধ্যেই ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছিল প্রথম দুটি সিজেন। ওয়েব সিরিজে রহস্যে মোড়া কাহিনী এবং সেইসাথে লাস্যময়ী তার পারফেক্ট কম্বিনেশন সকলের বেশ ভালো লেগেছিল। ওয়েব সিরিজের আইকন ত্রিধা চৌধুরী বা ববিতা বৌদি সকলের মন জয় করে নিয়েছিল।

ভাইরাল রিল ভিডিওর বিবরণ

এই ওয়েব সিরিজে ববি দেওলের সাথে তাঁর একাধিক অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চা চলে। আবার সোশ্যাল মিডিয়া দুনিয়াতেও ব্যাপক জনপ্রিয় এই ত্রিধা চৌধুরী। সম্প্রতি জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের সাথে একটি রিল ভিডিও পোস্ট করে ফের লাইমলাইটে এসেছেন এই অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে অভিনেত্রী ব্যাকলেস একটি ড্রেস পরেছেন। লাল ওই ড্রেসে অভিনেত্রীকে হটবোম্ব লাগছিল। সে কখনো ব্যাক পোজ, আবার কখনো সাইড পোজ, আবার সামনে ঝুঁকে বোল্ড কায়দায় পোজ দিয়েছেন তিনি। মিকার সাথে তাঁকে দেখতে ব্যাপক লাগছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ত্রিধার ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়া

এই রিল ভিডিওতে মিকা ও ত্রিধার কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। এই রিল ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন। অনেকেই কমেন্ট করে এই জুটির প্রশংসা করেছেন। আবার অনেকে জানিয়েছেন যে অভিনেত্রীর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে গেছেন তাঁরা। কেউ অবশ্য মজা করে এও লিখেছেন, ‘মিকার সাথে ববিতাকে এরকম অবস্থায় দেখে নিরালা বাবা রেগে যাবেন না তো?‘ আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author