Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মধ্যপ্রদেশের পর রাজস্থানেও হারতে পারে কংগ্রেস, আশঙ্কা রাজনৈতিক মহলে

কংগ্রেসের হাত থেকে মধ্যপ্রদেশের ক্ষমতা চলে যাওয়ায় সবার নজর পড়েছিল রাজস্থানের দিকে। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে বেড়ে যাওয়া দূরত্বের ফলে কংগ্রেসের বিধায়করা দুই ভাগে ভাগ হয়ে…

Avatar

কংগ্রেসের হাত থেকে মধ্যপ্রদেশের ক্ষমতা চলে যাওয়ায় সবার নজর পড়েছিল রাজস্থানের দিকে। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে বেড়ে যাওয়া দূরত্বের ফলে কংগ্রেসের বিধায়করা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। যার ফলস্বরূপ ভেঙে পড়েছিল মধ্যপ্রদেশ সরকার। সেই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা শিবরাজ সিং আরও একবার সিংহাসন লাভ করেন।

এরপর আবার রাজনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে যে, রাজস্থানের অবস্থাও মধ্যপ্রদেশের মতো হতে চলেছে কিনা। কারণ, সম্প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং যুব-উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যে মনোমালিন্য প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে পাইলট নিজের ২৪ জন বিধায়কদের নিয়ে দিল্লী পৌঁছে গিয়েছেন। যদিও বিধায়কদের হরিয়ানার একটি হোটেলে রাখা হয়েছে তবে তাদের কাউকেই নাকি ফোনে পাওয়া যাচ্ছেনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন যে, মধ্যপ্রদেশের মতোই রাজস্থানেও টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে বিধায়কদের। বিজেপির বিরুদ্ধে সরকার ভাঙ্গারও অভিযোগ তোলেন তিনি। উল্লেখযোগ্য, রাজস্থানের সাম্প্রতিক পরিস্থিতির সাথে মধ্যপ্রদেশের চারমাস আগের পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে। কংগ্রেস ছাড়ার ফলে ভেঙে গিয়েছিল কমলনাথ সরকার। এখন আবার রাজস্থানে সেই আশঙ্কা তৈরি হয়েছে অশোক গেহলটের মনে।

About Author