Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোহন ভগবতের দিকে একগুচ্ছ প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন ওয়েইসি

হিন্দুরা দেশদ্রোহী, মোহন ভাগবতের এমন আলটপকা মন্তব্যের পর তোলপাড় রাজনৈতিক মহল। 'কোন হিন্দু কখনই দেশদ্রোহী হতে পারে না।' আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর দিকে…

Avatar

হিন্দুরা দেশদ্রোহী, মোহন ভাগবতের এমন আলটপকা মন্তব্যের পর তোলপাড় রাজনৈতিক মহল। ‘কোন হিন্দু কখনই দেশদ্রোহী হতে পারে না।’ আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর দিকে এক গুচ্ছ প্রশ্নবা ছুঁড়ে দিলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সম্প্রতি দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘যদি কেউ হিন্দু হন তবে তিনি দেশপ্রেমীক হবেন। কারণ এটাই আমাদের ধর্মের মূল এবং হিন্দুদের প্রকৃতি। পরিস্থিতি যেমনই থাকুক, কোনও হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারেন না।’

ভাগবতের এহেন মন্তব্যের পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ট্যুইটে ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, ‘গান্ধীর হত্যাকারী গডসের সম্পর্কে কী বলবেন? অসমের নেলির গণহত্যার জন্য যারা দায়ি তাদের সম্পর্কে কী বলবেন। ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে কী বলবেন?’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওয়েইসির আরও বক্তব্য, ‘ধর্ম যাই হোক, বেশিরভাগ ভারতীয়কেই দেশপ্রেমীক হিসেবে মনে করা হয়। কিন্তু এটা শুধুমাত্র আরএসএস এর বিচারধারা যে একটি মাত্র ধর্মের মানুষের ক্ষেত্রেই দেশপ্রেমের প্রমাণ পত্র দেওয়া হয় এবং বাকিদের সারা জীবন এটা প্রমাণ করতেই কেটে যায় যে তাঁদেরও এখানে বেঁচে থাকার এবং নিজেদের ভারতীয় বলার অধিকার আছে।’

About Author