Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহীনবাগের পর দিল্লির জাফরাবাদ, আবারও অবস্থান বিক্ষোভ রাজধানীর রাজপথে

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন(সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)-এর বিরুদ্ধে দেশে প্রতিদিনই কোথাও না কোথাও চলছে বিক্ষোভ, দাঙ্গা, অশান্তি। যার জেরে আটকে যাচ্ছে সড়ক পথ, অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ থেকে সকলে।…

Avatar

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন(সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)-এর বিরুদ্ধে দেশে প্রতিদিনই কোথাও না কোথাও চলছে বিক্ষোভ, দাঙ্গা, অশান্তি। যার জেরে আটকে যাচ্ছে সড়ক পথ, অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ থেকে সকলে। অবস্থান বিক্ষোভ দিনের পর দিন চললে সেই অঞ্চলটিও হয়ে যায় অশান্ত।

দিনের পর দিন শাহিনবাগে রাস্তা আটকে মহিলা বিক্ষোভকারীরা আনদোলন চালালেও সেই বিক্ষোভের ক্ষতিকারক প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। এবার সিএএ – এর বিরুদ্ধে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধর্নায় বসেন প্রায় দু’শোরও বেশি মহিলা প্রতিবাদকারী। তাদের অধিকাংশের হাতে ছিল দেশের জাতীয় পতাকা। সঙ্গে তারা অবিরাম ‘আজাদি’ স্লোগান দিচ্ছিলেন। এরপর রবিবার সকালে সেখানকার পরিস্থিতি জটিল হওয়ার ফলে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রশিক্ষণের সময় গোয়ায় ভেঙে পড়ল MiG-29K বিমান, প্রাণে বাঁচল পাইলট

অবস্থান প্রতিবাদে অনড় মহিলা প্রতিবাদকারীদের দাবী ‘সিএএ ও এনআরসি থেকে মুক্তি চাই।’ এরপর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান। দিল্লির আরও এক গুরুত্বপূর্ণ রাজপথে ফের নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু হলো। মহিলা প্রতিবাদীদের বুঝিয়ে রাস্তা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নিতে বলা হলেও তারা কেউ তা মেনে নেননি। এরপর সেখানে কোনো মেট্রোরেল চলবে না এবং দাঁড়াবেও না বলে জানিয়েছে জাফরাবাদ মেট্রো রেল কর্তৃপক্ষ। অবস্থান বিক্ষোভের ফলে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা।

About Author