Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: রিতু সিংকে একা পেয়ে খাটেই ঝড় তুললেন অরবিন্দ আকেলা কাল্লু, দেখুন সাহসী ভিডিও

অরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu) তার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন। আজকাল সবাই তার গান দেখতে ও শুনতে পছন্দ করে। সম্প্রতি তার একটি…

Avatar

অরবিন্দ আকেলা কাল্লু (Arvind Akela Kallu) তার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন। আজকাল সবাই তার গান দেখতে ও শুনতে পছন্দ করে। সম্প্রতি তার একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে অরবিন্দ ভরপুর রোম্যান্স করছেন অভিনেত্রী রিতু সিং এর সঙ্গে।

ভিডিওটি ভোজপুরি ইন্ডাস্ট্রির জন্যেই এতে উত্তেজক দৃশ্যে জোয়ার রয়েছে। ভিডিওটিতে রিতু সিংয়ের সঙ্গে অরবিন্দ আকেলা কাল্লুর রসায়ন মানুষ খুব পছন্দ করছে। ঠিক এই কারণেই এদের মিউজিক ভিডিওটি (সরকারি লো খাটিয়া জাদা লাগে) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

“মুরগা বেচেন বাতে গান দিয়ে”, “চোলিয়া কে হুক রাজা জি” গান দিয়ে জনপ্রিয়তা পান অরবিন্দ আকেলা (কাল্লু)। বিহারের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মেছেন অরবিন্দ। তাঁর বাবা ছিলেন একজন লোক গায়ক। বাবার থেকেই সঙ্গীত শিক্ষা নেন অরবিন্দ। এখনও তিনি নিঃসন্দেহে ভোজপুরি শিল্পের উঠতি সুপারস্টার। এই শিল্পীর পছন্দের শিল্পী হলেন পবন সিং। তাকেই আইডল হিসেবে মানেন অরবিন্দ।

২০১৪ সালে ভোজপুরি গান “গাওয়ানওয়া কাহিয়া লে জাইবা” দিয়ে অরবিন্দ তার পেশাদার কেরিয়ার শুরু করেন। মাত্র নয় বছর থেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করা অরবিন্দ এখন জবরদস্ত। তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যায় দর্শকরা। তবে, আজকের দিনে অরবিন্দ শুধু গায়ক নন তিনি একজন অভিনেতাও। গান দিয়ে কেরিয়ার শুরু করলেও চলচ্চিত্র জগতে বেশ নাম কামিয়ে নিয়েছেন অরবিন্দ। সেই কারণেই তার মিউজিক ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়। দেখুন অরবিন্দের মশলাদার ভিডিওর ঝলক।

About Author