Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলের গায়ে হাত দিয়ে দেখাক, আগুন জ্বলবে, হুঁশিয়ারি অরূপের

একজন তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখা, কথা দিচ্ছি আগুন জ্বলবে। ডুমুর জলা স্টেডিয়ামে সভার আগে এভাবেই বিজেপিকে হুংকার দিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তৃণমূল কর্মীদের তিনি বার্তা দিলেন,…

Avatar

একজন তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখা, কথা দিচ্ছি আগুন জ্বলবে। ডুমুর জলা স্টেডিয়ামে সভার আগে এভাবেই বিজেপিকে হুংকার দিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তৃণমূল কর্মীদের তিনি বার্তা দিলেন, দল তাদের পাশে আছে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।

পাশাপাশি তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বললেন এখন তিনি বিজেপিতে কিন্তু কয়েক মাস আগে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে প্রথমবার ডুমুর জলা স্টেডিয়ামে শাসক দল রাজিব ব্যানার্জি কে ছাড়া সভা করবে।সেখানকার পরিস্থিতি এদিন খতিয়ে দেখলেন মন্ত্রী অরূপ রায়। রাজিব ব্যানার্জির নাম না করে বললেন, ‘ডোমজুড়ের তৃণমূল কর্মীদের দমিয়ে রাখা হচ্ছিল। ভয় পাওয়ার কোন কারণ নেই দল আপনাদের পাশে আছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অমিত শাহের (Amit Shah) বাড়িতে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দলবদল এর পর প্রথম ভাষণে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ তুলে আনলেন তিনি। তিনি চ্যালেঞ্জ করলেন, ২০২১ নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবে। তিনি আরো বলেন চমকে ধমকে ভোট হবে না। শাসকদলের উদ্দেশ্যে তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমরাও জানি কিভাবে ভোট করতে হয়, এতদিন সেই শিক্ষা আমরাও পেয়েছি। এবারে মানুষ নিরাপত্তার সাথে ভোট দেবে।

About Author