আজ, মঙ্গলবার অরুনিতা কাঞ্জিলালের জন্মদিন। সকাল থেকেই তার ভক্তরা তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। নিজের জন্মদিনের দিন প্রথম ইনস্টা লাইনে এলেন অরুনিতা। নিজের ভক্তদের শোনালেন তাদের পছন্দমত গান। পুরনো বাংলা গান থেকে শুরু করে হিন্দি গানের পাশাপাশি শোনালেন হাল আমলের গানও। প্রায় ১৪ মিনিটের একটি লাইভ করেছেন তিনি। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল একটি লাল রঙের কুর্তি। গলায় ছিল একটা সরু সোনার চেইন। কপালে ছোট্ট কালো টিপ ও খোলা চুলে লাইভে এসেছিলেন গায়িকা। নিঃসন্দেহে তার গানের গলার পাশাপাশি তাকে যে খুব মিষ্টি দেখাচ্ছিল, তা বলাই বাহুল্য।এই লাইভ ভিডিওর মাধ্যমে ভক্তদের গান শোনানোর পাশাপাশি গায়িকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি সবশেষে বলেছেন, তারা যেন এভাবেই তাকে ভালোবেসে যান এবং তাকে সাপোর্ট করে যান। তারা পাশে না থাকলে তিনি এতদূর আসতে পারতেন না বলেই জানিয়েছেন। তিনি লাইভে আশায় খুশি হয়েছেন তার অগণিত অনুরাগীরাও। ভবিষ্যতেও তিনি এমন একাধিক লাইভ ভিডিও বানাবেন বলেই কথা দিয়েছেন সকলকে। উল্লেখ্য, এটি ছিল তার প্রথম ইনস্টা লাইভ।
Arunita Kanjilal: জন্মদিনে খালি গলায় দর্শকদের পছন্দের গান শোনালেন অরুনিতা, ভাইরাল ভিডিও
অরুনিতা কাঞ্জিলাল নামটা বর্তমানে সকলের কাছেই খুব পরিচিত। বিশেষ করে ইন্ডিয়ান আইডলের হাত ধরেই তিনি ভারতের বহু মানুষের মধ্যে এক বিপুল পরিচিতি পেয়েছেন। গতবছর ইন্ডিয়ান আইডলের সিজনে রানার্সআপ হয়েছিলেন বাংলা…

আরও পড়ুন