নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায়ই নিজের গানের নানা ভিডিও শেয়ার করে থাকেন অরুনিতা কাঞ্জিলাল। আর সেই ভিডিও গুলি মানুষের মধ্যে ভাইরালও হয়। বেশ কয়েকদিন আগে রিল ভিডিও আকারে পুরনো একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন গায়িকা, যা আবারো মুগ্ধ করেছে সকলকে। যে ভিডিওটি এখনো ঘোরাফেরা করছে নেটনাগরিকদের স্ক্রোলিং ফিডে। লতা মঙ্গেশকরের কন্ঠে জনপ্রিয় ‘লাগ যা গালে’ গানটি আজও মানুষের কাছে খুবই প্রিয়। এই জনপ্রিয় স্যাড সংটি গেয়েই সম্প্রতি সকলকে মুগ্ধ করেছেন অরুনিতা।ঠান্ডার মধ্যে, একেবারে সাধারণ পোশাকে, গিটারের সুরে, খোলা আকাশের নীচে শান্ত হবে দাঁড়িয়ে থেকে গানটি গাইলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। জায়গাটি কোথায় তা অবশ্য জানা সম্ভব হয়নি ভিডিওটি দেখে। সম্ভবত বিদেশেরই কোন এক জায়গায়। গান গাওয়ার সূত্রে প্রায়ই বিদেশ ভ্রমণে জান অরুনিতা। সেইরকমই কোন দূরে গিয়ে সম্ভবত কোন এক জায়গায় দাঁড়িয়ে বানিয়েছেন এই গানের ভিডিওটি, যা বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের।তার গান শুনতে পছন্দ করেন সকলেই। বর্তমানে তার অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশ থেকে বিদেশে। গত বছরের শেষের দিকেই লন্ডন ও কানাডায় লাইভ পারফর্ম্যান্সের জন্য টুরে গিয়েছিলেন অরুনিতা। সেখানকার অনুষ্ঠানের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিং থেকে থেকেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। যা দেখতে বেজায় পছন্দ করেন তার অনুরাগীরা।
Arunita Kanjilal: খোলা আকাশের নীচে গিটারের সুরে ‘লাগ যা গালে’ গানটি গাইলেন অরুনিতা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
গতবছরের 'ইন্ডিয়ান আইডল ১২'র রানার্সআপ অরুনিতা কাঞ্জিলাল। বনগাঁর মেয়ে অরুনিতা বাংলা নাম উজ্জ্বল করেছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে। বহু বড় বড় শিল্পীদের কাছ থেকে পেয়েছেন বাহবা। তবে অরুনিতা প্রথম স্থান অধিকার…

By

আরও পড়ুন