বনগাঁর মেয়ে অরুনিতা অনেক ছোট থেকেই গান শিখছেন। ইন্ডিয়ান আইডলের আগে একাধিক ছোট-বড় গানের রিয়্যালিটি শোতে অংশগ্রহণও করেছেন তিনি। সেখানে অনেক নামিদামী সম্মানীয় ব্যক্তিত্বদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন অরুনিতা। আর চলতি বছরে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করার পর তার জনপ্রিয়তা দর্শকমহলে বেড়ে গিয়েছে অনেকগুণ। এই রিয়্যালিটি শো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাকে এগিয়ে দিয়েছে তার স্বপ্নের দিকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গানে প্লেব্যাকও করে ফেলেছেন তিনি। সেই সমস্ত অ্যালবামের গান মুক্তি পেয়েছে ইউটিউবে। ইতিমধ্যেই বহু মানুষ তার গান শুনেছেন এবং পছন্দও করেছেন।
ফুল অন মাস্তি! সমুদ্রের ধারে সময় কাটাচ্ছেন অরুনিতা কাঞ্জিলাল, ছবি শেয়ার হতেই ভাইরাল
বর্তমানে কানাডার, টরেন্টোয় লাইভ শোয়ের সূত্রে রয়েছেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। কয়েকদিন ধরেই তার সাথে পবনদীপের বিচ্ছেদ নিয়ে চর্চার আলোয় রয়েছেন অরুনিতা। তবে আবারো একই সাথে দেখা মিলল তাদের। সম্প্রতি…

By

আরও পড়ুন