Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার হাতের নাগালেই স্কুটার, ৫ হাজার ৭৫০ টাকায় TVS X ইলেকট্রিক স্কুটার

টিভিএস তাদের নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে। নাম রাখা হয়েছে 'এক্স'। টিভিএস এক্স 2018 অটো এক্সপোতে প্রদর্শিত ক্রেওন ধারণার উপর ভিত্তি করে তৈরি। পোর্টেবল 950W চার্জার সহ TVS-এর এক্স স্কুটারটির…

Avatar

টিভিএস তাদের নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে। নাম রাখা হয়েছে ‘এক্স’। টিভিএস এক্স 2018 অটো এক্সপোতে প্রদর্শিত ক্রেওন ধারণার উপর ভিত্তি করে তৈরি। পোর্টেবল 950W চার্জার সহ TVS-এর এক্স স্কুটারটির দাম শুরু হচ্ছে 2.50 লক্ষ টাকা।

টিভিএস একটি পোর্টেবল 950W চার্জার সহ এক্স বৈদ্যুতিক স্কুটারটির দাম 2.50 লক্ষ টাকা এবং একটি 3kW স্মার্ট এক্স হোম র্যাপিড চার্জারও বিকল্প হিসাবে উপলব্ধ। নতুন টিভিএস এক্স এর ডিজাইন আইকিউব থেকে অনেকটাই আলাদা। এই ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ সামনের অ্যাপ্রনের হেডলাইট। এছাড়াও, চারদিকে ছড়িয়ে থাকা নীল রঙ স্কুটারটির লুক আরও ফুটিয়ে তোলে। এ ছাড়া স্কুটারটিতে রয়েছে দুটি আলাদা সিট। সেই সঙ্গে বারো ইঞ্চি ব্ল্যাক অ্যালয় হুইল সঙ্গে স্প্লিট সিট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার হাতের নাগালেই স্কুটার, ৫ হাজার ৭৫০ টাকায় TVS X ইলেকট্রিক স্কুটার

ফিচারের কথায় আসা যাক। এটি একটি বৃহত 10.25-ইঞ্চি সম্পূর্ণরূপে ডিজিটাল টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল সম্পন্ন টু হুইলার। যা একাধিক বিকল্প এবং ইনবিল্ড নেভিগেশন ন্যাভপ্রো সহ আসে। আগেই বলা হয়েছে যে এর দাম 2 লাখ 49 হাজার 990 টাকা। EMI হলে 50 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 4 বছরের জন্য 9.5 শতাংশ সুদের হারে প্রতি মাসে 5 হাজার 750 টাকা দিতে হবে।

About Author