Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই স্টাইলিশ Honda বাইকটি পাচ্ছেন ৫৫ হাজার টাকায়

হোন্ডা সিবি হর্নেট কুইকারের ওয়েবসাইটে খুব কম দামে পাওয়া যায়। হোন্ডা সিবি হর্নেট বাইকটিতে রয়েছে ১৬২.৭১ সিসি এয়ার কুলড, ৪ স্ট্রোক এসআই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএমে ১৪.৯ বিএইচপি শক্তি…

Avatar

হোন্ডা সিবি হর্নেট কুইকারের ওয়েবসাইটে খুব কম দামে পাওয়া যায়। হোন্ডা সিবি হর্নেট বাইকটিতে রয়েছে ১৬২.৭১ সিসি এয়ার কুলড, ৪ স্ট্রোক এসআই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএমে ১৪.৯ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএমে ১৪.৫ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন আপনাকে শুধু শহরে রাইডিং করার আনন্দই দেবে না, হাইওয়েতেও আপনাকে হতাশ করবে না।

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাইকটিতে রয়েছে স্পোর্টি ডিজাইন। এর বড় ফুয়েল ট্যাংক, শার্প হেডলাইট এবং এলইডি টেললাইট একে আকর্ষণীয় লুক দিয়েছে। এছাড়াও এতে স্প্লিট সিট এবং অ্যালয় হুইল রয়েছে, যা এর স্পোর্টিনেসকে আরও বাড়িয়ে তোলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্টাইলিশ Honda বাইকটি পাচ্ছেন ৫৫ হাজার টাকায়

নিরাপত্তার দিক থেকেও কোনও ঘাটতি নেই। এতে কম্বি ব্রেকিং সিস্টেমের (সিবিএস) স্ট্যান্ডার্ড ফিচার দিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গেল একক-চ্যানেল এবিএসের বিকল্পও রয়েছে। এই দুটো ফিচারই ব্রেকিং পারফরমেন্স উন্নত করে, বিশেষ করে পিচ্ছিল রাস্তায় হঠাৎ ব্রেক কষার ক্ষেত্রে। হোন্ডা সিবি হর্নেটে রয়েছে আরামদায়ক বসার জায়গা। এর হ্যান্ডেলবারের উচ্চতাও ঠিক থাকে, যার ফলে দীর্ঘ রাইডেও ক্লান্ত হবেন না। এছাড়াও এর সাসপেনশন সিস্টেমও এমনভাবে টিউন করা হয়েছে যাতে খারাপ রাস্তায় অসুবিধা না হয়।

বাইকটি এআরএআই সার্টিফাইড মাইলেজ দেয় ৬০ কিমি প্রতি লিটার। অর্থাৎ, একবার পূর্ণ ট্যাংকে চড়ে আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন। হোন্ডার বাইকটি কুইকারের ওয়েবসাইট থেকে মাত্র ৫৫,০০০ টাকায় কেনা যাবে। ২০১৬ সালের মডেলটি এখন পর্যন্ত মাত্র ৩১ হাজার ৩০০ বাইক বিক্রি হয়েছে।

About Author
news-solid আরও পড়ুন