Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার পর এবার অজানা অসুখে প্রাণনাশের আশঙ্কা পুরুষদের, চিন্তায় চিকিৎসকেরা

ব্রিটেন: একে তো গোটা বিশ্বে করোনার থাবা থেকে আজও রেহাই মেলেনি। কবে মুক্তি পাওয়া যাবে করোনার থেকে, তাও এখনও সকলেরই অজানা। লাখো লাখো প্রাণ বলি হয়েছে করোনার কবলে এসে। আর…

Avatar

ব্রিটেন: একে তো গোটা বিশ্বে করোনার থাবা থেকে আজও রেহাই মেলেনি। কবে মুক্তি পাওয়া যাবে করোনার থেকে, তাও এখনও সকলেরই অজানা। লাখো লাখো প্রাণ বলি হয়েছে করোনার কবলে এসে। আর এবার আরও এক অজানা অসুখ চিকিৎসকদের ঘুম কেড়েছে। তবে এই অসুখ মহিলাদের শরীরে নয়, পুরুষদের শরীরে অজান্তে বাসা বাঁধছে এই নতুন অসুখ। তারই সন্ধান পেলেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, মারাত্মক সে রোগ। যার প্রাণ নিচ্ছে প্রায় ৪০ শতাংশ পুরুষের।এই রোগের মধ্যে শিরাতে রক্ত ​​জমাট থেকে শুরু করে রয়েছে একাধিক উপসর্গ। এই রোগকে vacuoles, E1 catalyst, X-connected, autoinflammatory and physical condition – VEXAS বলা হচ্ছে।

এই রোগে ঘন ঘন জ্বর আসছে রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন যে ভেক্সাসের কারণে শিরাতে রক্ত ​​জমাট বাঁধা, বার বার জ্বর, ফুসফুস অস্বাভাবিকতা এবং শরীরের কোষগুলিতে শূন্যতার মতো সমস্যা দেখা দিচ্ছে। আর অজান্তে এই অসুখ শরীরে এই সমস্ত উপসর্গ সমেত বাসা বাঁধে মৃত্যও হচ্ছে। তাই সাবধান থাকতে বলা হয়েছে সকল পুরুষদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে,, ইউবিএ ওয়ান জিনের পরিবর্তনের ফলে এই রোগ দেখা দিচ্ছে এবং এর দ্বারা আক্রান্ত ৪০ শতাংশ রোগী মারা যাচ্ছে। গবেষকদের এই অনুসন্ধান নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে।২,৫০০ জনের উপর গবেষণা করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনএইচজিআরআই) এর বিশেষজ্ঞরা। যার মধ্যে ৮০০-এর বেশি সংখ্যক মানুষের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে। এই রোগ বিপজ্জনক হতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা।

About Author