Today Trending Newsদেশনিউজ

রামচন্দ্র গুহকে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, টুইটারে ক্ষোভ উগরে দিলেন মমতা

Advertisement
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আটক হতে হয়েছে দেশের প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। বৃহস্পতিবারের এই ঘটনায় নিন্দায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। তিনি লেখেন, ‘এই কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের ভয় পাচ্ছে। ইতিহাসবিদকে ভয় পাচ্ছে। এনআরসি, সিএএ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় তাঁকে আটক করেছে। গান্ধিজির পোস্টার নিয়ে প্রতিবাদ করায় ভয় পেয়ে গিয়েছে। রামচন্দ্র গুহকে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আটক হওয়া সকলের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

Advertisement
Advertisement

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিনত হতেই দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনের আবহ। পথে, ময়দান থেকে সোশাল মিডিয়া–এখন একটাই আলোচ্য বিষয় সিএএ, এনআরসি। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জায়গায় এই ইস্যুতে বিক্ষোভ, মিছিল হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : CAA-র প্রতিবাদ করায় আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

কলকাতায় দফায় দফায় পথে নামছেন মানুষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পা মেলাচ্ছেন প্রবীণ নাগরিকরা। পিছিয়ে নেই অভিনেতা, অভিনেত্রী, সাহিত্যিক, কবি, শিল্পীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, এই আইন তিনি কোনওভাবেই মানেন না। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলকে আইনে রূপান্তরিত করলেও তা কোনওভাবেই বাস্তবের মাটি পাবে না বলেই দাবি তৃণমূলনেত্রীর। রামচন্দ্র গুহর পাশে দাঁড়িয়ে আরও একবার সে দাবিকেই জোরালো করলেন মমতা।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার বেঙ্গালুরু টাউন হল চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন রামচন্দ্র গুহ। হাতে গান্ধিজির ছবি নিয়ে মঞ্চে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তাঁকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে কর্নাটক পুলিশ। সংবাদমাধ্যমে সে ছবি দেখাতেই ধিক্কারে সরব হয় গোটা দেশের সুশীল সমাজ। কেউ কেউ এ ঘটনায় রোমিলা থাপারের প্রসঙ্গও তুলে এনে তুলোধোনা করে বিজেপি সরকারকে। পুলিশ কেন্দ্রের নির্দেশমত কাজ করেছে বলে দাবি করেন রামচন্দ্রবাবু নিজেও।

Advertisement

Related Articles

Back to top button