Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আত্মবিশ্বাসে অটুট মেয়ে ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের নিরুপমা, রইল তার আসল পরিচয়

চাঁদপানা বদনের বউ আনতে কে না চায় বলুনতো? এখনও পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলি এবং পুরুষের প্রধান চাহিদা থাকে আমার বউ গুনবতী না হোক রূপবতী হওয়া চাই। সেরকমই, এক রূপহীন অথচ আত্মবিশ্বাসে…

Avatar

চাঁদপানা বদনের বউ আনতে কে না চায় বলুনতো? এখনও পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলি এবং পুরুষের প্রধান চাহিদা থাকে আমার বউ গুনবতী না হোক রূপবতী হওয়া চাই। সেরকমই, এক রূপহীন অথচ আত্মবিশ্বাসে অটুট মেয়ে নিরুপমা, তার গল্প বলতে আসে স্টার জলসার পর্দায়। হ্যাঁ, সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিতে এসেছিল ‘ওগো নিরুপমা’। সিরিয়ালের টি আর পি প্রথমের দিকে না থাকলেও নিরুপমা তার কদাকার রূপেই হিট।
এই কাহিনীতে সুদর্শন যুবক আবিরের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পরিচিত মুখ গৌরব রায়চৌধুরি (Gourab Roy Chowdhury)। নিরুপমার চরিত্রে রয়েছেন অর্কজা আচার্য (Arkaja Acharjee)। আর গৌরবের সৎ মা অর্থাৎ খল চরিত্রে অভিনয় করেছেন তুলিকা বসু (Tulika Bose)।এখন প্রশ্ন হল কে এই অর্কজা আচার্য? তিনি কি আদৌ রূপহীন‌ একটি মেয়ে? কালো, কুৎসিত, দাঁত উঁচু নিরুপমা কি সত্যি বাস্তবে এতটাই কদাকার? নাকি ব্যাপারটা একদম উল্টো? নিরুপমা কিন্তু একেবারেই মাকাল ফল নয়। যেমন তার রূপ তেমনই তার গুণ। এই গল্পের নায়িকা অর্কজা আচার্য আসলে একজন রূপবতী কন্যা। তার মায়াবী চোখে পাগল বহু বঙ্গ তনয়।
থিয়েটার দিয়ে পথচলা মেয়ে প্রথম নামে ক্যামেরার সামনে। ওগো নিরুপমা তার প্রথম ধারাবাহিকের কাজ। তাই প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী এতদিন নিজের আসল চেহারা লুকিয়ে রেখেছিলেন দর্শকদের থেকে। পর্দার নিরুপমা যে বাস্তবে এতটাই আবেদনময়ী, সুন্দরী ও আকর্ষণীয় তার কল্পনাও করতে পারেননি অনেকে।
About Author