Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জীবনের টালমাটালে ভেঙে পরলেন অভিনেতা! বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

সম্প্রতি ‘স্টার ভার্সেস ফুড’ শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অর্জুন কাপুর (Arjun kapoor। সেই সময় নিজের খাদ্যাভ‍্যাস সম্পর্কে বলতে গিয়ে অর্জুন তুলে আনেন তাঁর বাবা বনি কাপূর (Boni kapoor) এবং…

Avatar

সম্প্রতি ‘স্টার ভার্সেস ফুড’ শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অর্জুন কাপুর (Arjun kapoor। সেই সময় নিজের খাদ্যাভ‍্যাস সম্পর্কে বলতে গিয়ে অর্জুন তুলে আনেন তাঁর বাবা বনি কাপূর (Boni kapoor) এবং মা মোনা কাপুর (mona kapoor)-এর বিচ্ছেদের সময়ের কথা। 1996 সালে বনি ও মোনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শ্রীদেবী (sreedevi)-কে বিয়ে করেন বনি। সেই সময় শ্রীদেবীর গর্ভে ছিলেন জাহ্নবী কাপুর (Janhavi kapoor)। স্বামীর এত বড় বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি মোনা। এমনকি বনি ও শ্রীদেবীর বিয়ে মানতে পারেননি বনির মা-বাবাও। বনি ও মোনার বিবাহ বিচ্ছেদের পর তাঁরা মোনার কাছেই থাকতে শুরু করেন।

জীবনের এই টালমাটাল সময়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। তিনি ডিপ্রেশনের শিকার হয়ে খাবারের প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়েছিলেন। বয়সের তুলনায় অনেক বেশি খাবার খাওয়ার কারণে মাত্র ষোলো বছর বয়সে তাঁর ওজন বেড়ে দাঁড়িয়েছিল দেড়শো কেজি। অর্জুন জানান, সেই সময় খাবারের মধ্যেই তিনি সুখ খুঁজে নিতেন। নাইন্টিজ কিডস-রা জানেন, ওই সময় ভারতের বাজারে ঢুকতে শুরু করেছে পিজ্জা, বার্গারের মতো ফাস্ট ফুড। এই ধরনের ফাস্ট ফুডের প্রতি অর্জুনের আসক্তি ক্রমশ বেড়েই চলেছিল। তাঁকে আটকানোর মতো কেউ ছিলেন না। মোনাও ছেলেকে প্রচন্ড ভালোবাসতেন। ফলে মোনা কোনোদিন ছেলেকে এইসব খাবার খেতে বারণ করেননি। একসময় অত্যধিক ওজনের কারণে অর্জুনের শ্বাসকষ্ট হতে শুরু করে। একসময় দিওয়ালিতে বিরিয়ানি ও আইসক্রিম খাওয়া অর্জুন ভাত ও মিষ্টি দুটোই ছেড়ে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2012 সালে ‘ঈশকজাদে’ ফিল্মে ডেবিউ করার আগে 50 কেজি ওজন ঝুলিয়ে অর্জুন একজন হ্যান্ডসাম ম্যানে পরিণত হয়েছিলেন। খুব শীঘ্রই ‘সর্দার অ্যান্ড গ্র‍্যান্ডসন’ ফিল্মে দেখা যাবে অর্জুনকে। অর্জুন ছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন নীনা গুপ্তা (neena gupta) ও রকুলপ্রীত সিং (rakulpreet singh)। ‘সর্দার অ্যান্ড গ্র‍্যান্ডসন’ মুক্তি পাবে ওটিটি প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্সে।

About Author