তবে সম্প্রতি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের সাথে নৈশভোজে গিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ড্যানিয়েলে ওয়াট। রেস্টুরেন্টে নিজেদের তোলা ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। আর এর পরেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ২০০৯ সালে যখন অর্জুন টেন্ডুলকারের সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন অর্জুনের বয়স ছিল মাত্র ১০। জাতীয় দলের প্রাক্টিস সেশনে অর্জুনের সাথে প্রথমবার দেখা হয়েছিল ড্যানিয়েলে ওয়াটের।বয়সে অর্জুন টেন্ডুলকার অনেকটা ছোট হলেও ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবিকে সম্ভাবনার বাইরে রাখতে নারাজ নেট প্রেমিরা। যদি ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই থাকে তবে কেন এক সঙ্গে ডিনার করতে যাওয়া?Good to see my little mate for a Nandos yesterday 🤗 pic.twitter.com/K9V4bC2OGS
— Danielle Wyatt (@Danni_Wyatt) June 28, 2022
Arjun Tendulkar: দিদির বয়সী ক্রিকেটারের সঙ্গে মধুর সম্পর্কে জড়ালেন শচীন পুত্র! ভাইরাল ছবি
ক্রিকেটের প্রাঙ্গণে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের ব্যর্থতা এমনিতেই তাকে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে জায়গা দিয়েছে। তবে এবার এক মহিলা ক্রিকেটারের সাথে নৈশ ভোজনে অংশগ্রহণ করে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন অর্জুন টেন্ডুলকার।…

আরও পড়ুন