Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার মুম্বইয়ের টি-টোয়েন্টি দলে খেলতে দেখা যাবে সচিন পুত্রকে

মুম্বই: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন (Arjun Tendulkar) ঢুকে পড়লেন মুম্বইয়ের টি-টোয়েন্টি (T-20) টিমে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য আগেই ঘোষণা করা হয়েছিল টিম। কিন্তু করোনার জন্য সব…

Avatar

মুম্বই: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন (Arjun Tendulkar) ঢুকে পড়লেন মুম্বইয়ের টি-টোয়েন্টি (T-20) টিমে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য আগেই ঘোষণা করা হয়েছিল টিম। কিন্তু করোনার জন্য সব টিমকেই বাড়তি প্লেয়ার, এমনকি নেট বোলারও নিয়ে রাখতে হচ্ছে। সেই কারণে টিমে নতুন সদস্যের একজন হিসেবে ঢুকেছেন অর্জুন।১০ জানুয়ারি শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি গ্রুপ লিগে মুম্বইয়ের পর পর পাঁচটা ম্যাচ। বাঁ হাতি পেসার অর্জুন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেটাই দেখার। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘টিমে ২২ জন ক্রিকেটার রাখা যাবে। কেউ চোট পেলে সেখান থেকেই পরিবর্ত নিতে হবে। বায়ো বাবলের বাইরে থেকে কাউকে নেওয়া যাবে না। সেই কারণেই অর্জুনকে রাখা হয়েছে।’ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে খেলেছেন সচিন পুত্র। খেলেছেন মুম্বইয়ের বয়সভিত্তিক নানা টিমে। বাঁ হাতি পেসার হওয়ার দরুণ ওয়াসিম আক্রম  পর্যন্ত নেটে আলাদা করে সময় দিয়েছেন অর্জুনকে। তাঁর সঙ্গে টিমে সুযোগ পেয়েছেন আর এক তরুণ পেসার ক্রুতিক হানাগাভাদিও।
About Author