শুভব্রত সরকার: শ্যামনগর জগদ্দল এবং ভাটপাড়া এখানকার অশান্তির দায় কার এই নিয়ে চলছে বিস্তর প্রশ্ন। দুই দল দুই দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। কিন্তু আজ পুলিশের কথার দ্বারা উঠে এল এক নয়া চাঞ্চল্যকর তথ্য। পুলিশদের দাবি তারা খতিয়ে দেখেছেন অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। সেখান থেকেই তারা এক চাঞ্চল্যকর জিনিস আবিষ্কার করেন। তাদের দাবি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় প্রথমে মজদুর ভবনের দিয়ে বেরিয়ে আসছে কিছু মুখ ঢাকা যুবক,কেউ হাফপ্যান্ট বা কেউ লুঙ্গি পড়ে আছে এবং তাদের হাতে প্লাস্টিকে ভর্তি বোমা।
এই যুবকরা সিআইএফএফ জওয়ানের সামনে দিয়ে বের হলেও তারা নির্বাক থাকে। প্রথমে সেই দুষ্কৃতীরা রাস্তায় বোমাবর্ষণ করতে থাকে এবং তার সাথে মজদুর ভবনের সামনে বোমা ফেলতে থাকে। পুলিশদের দাবি আত্মীয় সঞ্জয় সিং এর অফিসের সামনেও বোমা ফেলা হয়। এবং পরে এসে দুষ্কৃতীর আবার মজদুর ভবনে ঢুকে যায়। পুলিশরা বারবার দাবি করছে দুষ্কৃতীরা বারংবার পুলিশদের আহত করার চেষ্টা করে এবং হামলা করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘পুলিশের তরফে তিনটি মামলা রুজু করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএফআইআরে অর্জুন সিং ও পবন সিংয়ের নাম রয়েছে। কারণ তাঁদের উস্কানিতেই পুলিশের উপর হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশদের এই দাবির পরে যথেষ্ট সরগরম পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপির তরফ থেকে পুলিশদেরকে নানা কত করে মন্তব্য বলা হচ্ছে। অর্জুন সিং এর দাবি অর্জুন সিং কে ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে পুলিশদের।