কলকাতার আমহার্সট স্ট্রিটে বিজেপি তৃণমূল সংঘর্ষ হলে পরিস্থিতি হয়ে উঠল অগ্নিগর্ভ। এলাকা রণক্ষেত্র হয়ে উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং (Arjun Singh) এর কনভয়ের গাড়ি তারা ভাঙচুর করেছে। তবে তৃণমূল অভিযোগ জানিয়েছে, বিজেপি আগে হামলা চালিয়েছে। এদিন রোড শো এ উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), অর্জুন সিং (Arjun Singh), মুকুল রায় (Mukul Roy) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাদেরকে কালো পতাকা এবং ঝাঁটা দেখানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি সংঘর্ষের জেরে অর্জুন সিং এর কনভয়ের গাড়ি ভেঙ্গে দেওয়া হয়।
ঘটনার ফলে অশান্ত হয়ে ওঠে আমহারস্ট স্ট্রিটে এরিয়া। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিজেপি নেতারা। থানার কাছে এই ঘটনা ঘটায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। অন্যদিকে রোড শোতে এরকম পরিস্থিতির পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। এভাবে বিজেপিকে রোখা যাবে না। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। সিটি কলেজ এবং সেন্ট পলস কলেজের সামনে এই লাঠিচার্জ করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখনীয় ব্যাপার, এদিন সন্ধ্যাবেলায় সন্তোষ মিত্র স্কয়ারের পাশে লেবু তলায় বিজেপিতে যোগদান মেলা ছিল। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমারস্ট স্ট্রিট এলাকার ঋষিকেশ পার্ক থেকে একটি রোড শো করা হয়। সেই রোড শোয়ে উপস্থিত ছিলেন সমস্ত বিজেপি নেতারা। সেখানেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। এই যোগদান মেলায় পদ্ম শিবিরে যোগদান করেছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)।