Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NCB-র অফিসে মুখ ঢেকে ঢুকলেন অর্জুন রামপালের বান্ধবী

সুশান্ত মামলার পর গোটা দেশ সত্য জানতে আগ্রহী হয়ে উঠেছিলো, বলিউডের মাদকযোগ নিয়ে যেই তাণ্ডব শুরু হয়েছিলো সেই লীলা স্তিমিত। কিন্তু হালকা আগুনের আঁচ এখনও আছে। বলিউডের ঘর এখনও NCB-র…

Avatar

সুশান্ত মামলার পর গোটা দেশ সত্য জানতে আগ্রহী হয়ে উঠেছিলো, বলিউডের মাদকযোগ নিয়ে যেই তাণ্ডব শুরু হয়েছিলো সেই লীলা স্তিমিত। কিন্তু হালকা আগুনের আঁচ এখনও আছে। বলিউডের ঘর এখনও NCB-র কড়া নজরে বন্দী। একে একে ঝুলি থেকে বেরিয়ে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীতের মতো নাম। এরপরেও সেই তালিকায় এসেছে ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার এবং অভিনেতা অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা।

 

View this post on Instagram

 

♾ ?

A post shared by Gabriella Demetriades (@gabriellademetriades) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সূত্রের খবর অনুযায়ী, অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেস মার্কেটিংয়ের কাজের আড়ালে মাদকপাচার করেন। এমনকি তাঁর সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগ আছে। এরপরেই অর্জুনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে গেছে এনসিবি-র টিম। এরপর অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনসিবি৷ বুধবার মুখ ঢেকে এনসিবির দফতের যান গ্যাব্রিয়েলা।

 

View this post on Instagram

 

Thats my “ oh yeah? “ face. #uniform

A post shared by Gabriella Demetriades (@gabriellademetriades) on

গ্যাব্রিয়েলার ভাইয়ের কারণেই NCB’র সন্দেহের তালিকায় রয়েছেন অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা।

গ্যাব্রিয়েলার আজ মুখ ঢেকে NCB’র দপ্তরে হাজিরা দেন। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

NCB-র অফিসে মুখ ঢেকে ঢুকলেন অর্জুন রামপালের বান্ধবী
PC – Times Of India

অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার সম্পর্ক ২০১৯ থেকে। বর্তমানে এই দুই জনের একটি পুত্র সন্তান আছে, দুই জনেই অবিবাহিত। অর্জুনের সঙ্গে একই বাড়িতে থাকেন গ্যাব্রিয়েলা।

About Author