বলিউডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও পর্দায় একাধিকবার দেখা গিয়েছে তাকে। চলতি বছরের শুরু থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির একাধিক তারকা নতুন সদস্যের ভূমিষ্ঠ হওয়ার সুখবর জানিয়েছেন। খুব সম্প্রতি বাবা-মা হয়েছেন ঈশিতা দত্ত ও বাৎসাল শেঠ। এবার ৫০ বছর বয়সে নিজের বাবা হওয়ার খবর দিলেন অর্জুন রামপাল।
২০১৯ সাল থেকেই নিজের প্রেমিকা গাব্রিয়েলা ডেমেত্রিডেসের সাথে সহবাস করেন অভিনেতা। ঐ বছরই গাব্রিয়েলা নিজেদের প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, নাম আরিক রামপাল। এবার ৫০ বছর বয়সেই নিজেদের দ্বিতীয় সন্তানের কথা জানালেন অভিনেতা। শুক্রবার, ২১’শে জুলাই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি কার্টুনের ছবির সাথে ‘হ্যালো ওয়ার্ল্ড’ লেখা একটি কাপড়ের ছবি শেয়ার করেই নিজেদের দ্বিতীয় পুত্র সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ভগবানের আশীর্বাদে তার পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। ডাক্তার এবং নার্সদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি নিজের সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সাথে থাকার জন্য।
View this post on Instagram
১৯৯৮ সালে মেহের জেসিয়ার সাথে সংসার বেঁধেছিলেন অভিনেতা। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে, নাম মাহিকা ও মায়রা রামপাল। ২০১৯’এ মেহেরের সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। নিজের প্রেমিকা গাব্রিয়েলার সাথেই সহবাস শুরু করেছিলেন। বিগত পাঁচবছর ধরে বিবাহ ছাড়াই তারা একসাথেই রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বংশভূত তিনি। লিভইন করা নিয়ে একাংশের মাঝে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে এই জুটিকে। তবে এই সমস্ত বিষয়ে একেবারেই পাত্তা দিতে নারাজ তারা। বেশ কিছু ছবিতে গাব্রিয়েলাকে আইটেম নম্বরে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি একজন মডেলও বটে। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজেদের দুই সন্তানকে নিয়ে সুখেই রয়েছেন অর্জুন-গাব্রিয়েলা।