Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood : বাবার সঙ্গে শ্রীদেবীর প্রেম! বাবার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ছেলে অর্জুন কাপুর

বলি দুনিয়ায় বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর কোনো মন্তব্য করেননি। কিন্তু এবারে তিনি মিডিয়ার সামনে শ্রীদেবীর…

By

বলি দুনিয়ায় বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর কোনো মন্তব্য করেননি। কিন্তু এবারে তিনি মিডিয়ার সামনে শ্রীদেবীর সঙ্গে তার বাবার সম্পর্ক আর তার মায়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলাখুলি বক্তব্য রাখলেন। জানা যায়, মোনা সৌরির সঙ্গে বিবাহে থাকাকালীন বনি কাপুর শ্রীদেবীর প্রেমে পড়েন। তার পরবর্তীতে শ্রীদেবীকে বিয়ে। তার বাবার এই একটা সিদ্ধান্ত একেবারে বদলে দিয়েছিল অর্জুন এবং তার বোন অনশুলার জীবনটাকে। এই সিদ্ধান্ত ছোট্ট অর্জুনের মনে কিরকম প্রভাব ফেলেছিল? অভিনেতা জানালেন, বাবার ওই সিদ্ধান্তে একেবারেই নারাজ ছিলেন ছোট অর্জুন এবং তার বোন। আর এই সিদ্ধান্ত তার মনে ভালোবাসার প্রতি ধারণা বদলে দিয়েছে। বাবার প্রতি ক্ষোভের একটা পাহাড় তৈরি হয়েছে তার মনে।

শ্রীদেবীর রহস্য মৃত্যুর পরেও বাবার পাশে দাঁড়িয়েছেন অর্জুন। যদিও অর্জুন বারবার বলেছেন, তার বাবার সম্পর্ক নিয়ে তাদের দুজনের মধ্যে সমস্যা ছিল। তিনি বলেছেন, “বাবা আমাদের সাথে এবং আমার মায়ের সাথে যেটা করেছেন সেটা নিয়ে যে আমি খুব একটা খুশি ছিলাম সেটা বলা যায়না। আমাকে ছোটবেলায় এই নিয়ে অনেককিছু সইতে হয়েছিল। কিন্তু এই সম্পর্কের উঁচু নিচু বুঝতে আমার অনেকটা সময় লেগেছিল। আমি বড়ো হয়ে সম্পর্কে জড়িয়ে তারপর সম্পর্কের একাধিক দিক, সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে বুঝতে শিখেছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

যদিও শ্রীদেবীর রহস্যমৃত্যুর পরে তার বোন জানভি কাপুর এবং খুশি কাপুরের সঙ্গে তার সম্পর্ক বর্তমানে অনেকটা ঠিক হয়েছে। বাবার প্রতি ক্ষোভ থাকলেও, অর্জুনের কথায়, “ভালোবাসা বড়ো জটিল। একবারের বেশি প্রেমে পড়া যায়না এই কথাটা অনেকটা বলিউড কেন্দ্রিক। আসল জীবনে ভালোবাসার অর্থটা একটু অন্যরকম। ভালোবাসা একটা ধাঁধার মত, পুরো ঘোরালো।”

About Author