Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্জুনের জীবনে ‘সুপার উওম্যান’ তার স্ত্রী, চেনেন এই সুন্দরী তারকা পত্নীকে?

অর্জুন চক্রবর্তী টলিউডের অন্যতম ভালো অভিনেতা। তিনি খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা কিংবা ওয়েব প্ল্যাটফর্ম সব জায়গাতেই অবাধ বিচরণ তার। সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী…

Avatar

অর্জুন চক্রবর্তী টলিউডের অন্যতম ভালো অভিনেতা। তিনি খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা কিংবা ওয়েব প্ল্যাটফর্ম সব জায়গাতেই অবাধ বিচরণ তার। সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী ইন্ডাস্ট্রির একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো স্বামী এবং বাবা, তা এতদিনে স্পষ্ট হয়েছে। সম্প্রতি নিজের স্ত্রী সৃজার জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট শেয়ার করলেন অভিনেতা।

অর্জুনের জীবনে 'সুপার উওম্যান' তার স্ত্রী, চেনেন এই সুন্দরী তারকা পত্নীকে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘ আটবছর ধরে প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ২০১৫’তে একে অপরের সাথে গাঁটছড়া বাঁধেন অর্জুন-সৃজা। বর্তমানে তাদের একটি চারবছরের কন্যা সন্তান রয়েছে। তার নাম অবন্তিকা। ২০১৮’তে জন্মেছে সে। তবে এখনো নিজের সন্তানের মুখ প্রকাশ্যে আসেননি অভিনেতা। সম্প্রতি নিজের স্ত্রীয়ের জন্মদিনে নিজেদের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৃজাকে তার জীবনের সুপার উইমেন বলেছেন।

অর্জুনের জীবনে 'সুপার উওম্যান' তার স্ত্রী, চেনেন এই সুন্দরী তারকা পত্নীকে?

অর্জুন ও সৃজা টলিউডের অন্যতম চর্চিত জুটি। তারা কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। অর্জুনের স্ত্রী টলিউডের যে কোন নায়িকাকে টেক্কা দিতে পারে রূপে-গুণে। একাধিক ফটোশুট করতে দেখা যায় সৃজাকে। তার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। নিজের মেয়ের সাথে একাধিক ছবি শেয়ার করে থাকেন তিনি। তবে সেই ছবিতে তার মেয়ের মুখ দেখা যায় না। তাকে ক্যামেরার আলো থেকে আড়ালেই রেখেছেন তারা।

অর্জুনের জীবনে 'সুপার উওম্যান' তার স্ত্রী, চেনেন এই সুন্দরী তারকা পত্নীকে?

অর্জুনের স্ত্রী সৃজা যেকোনো ধরনের পোশাকে সাবলীল। তা সাবেকি হোক কিংবা পাশ্চাত্যের। দাদা গৌরবের বিয়ের বছর দুয়েক আগেই তারা নিজেদের বিয়ে সেড়ে নিয়েছিলেন। তবে এত বছর প্রেম ও বিয়ের পরেও তাদের ভালবাসায় যে এতোটুকু ভাটা পড়েনি, তা তাদের সম্পর্ক দেখেই বোঝা যায়। যত দিন যাচ্ছে আরো গাঢ় হচ্ছে তাদের সম্পর্ক। সম্প্রতি অর্জুনের ভালোবাসা মাখানো পোস্টকে কেন্দ্র করে আবারো এই তারকা-জুটি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

About Author