Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খালি গলায় অরিজিৎ সিংএর গান গেয়ে ভাইরাল হল এই ছোট্ট ছেলেটি, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: আধুনিক জনজীবনে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল সোশ্যাল মিডিয়ার উপর। ব্যস্ত শিডিয়্যুল থেকে খানিকটা স্বস্তি পেতে ফেসবুক কিংবা ইনস্টার ওয়ালে উঁকি দেওয়া আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছে। সামাজিক…

Avatar

কৌশিক পোল্ল্যে: আধুনিক জনজীবনে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল সোশ্যাল মিডিয়ার উপর। ব্যস্ত শিডিয়্যুল থেকে খানিকটা স্বস্তি পেতে ফেসবুক কিংবা ইনস্টার ওয়ালে উঁকি দেওয়া আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে নানান মজাদার ভিডিও হোক কিংবা বিনোদনমূলক কিছু সবটাই মনোরঞ্জনের নিমিত্তে ঘুরে ফিরে দেখা এবং সেগুলি শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেওয়ার কাজটুকু আমরা করে ফেলি একনিমিষেই। একটি ভিডিও যখন ভীষন মাত্রায় শেয়ারের দৌড়ে এগোতে থাকে তখনই সেই ভিডিও বা ছবি হয়ে যায় ভাইরাল।

গানের ভিডিও দেখতে কে না ভালোবাসে। এদেশে রাস্তাঘাটে, রেলস্টেশনে কত সুপ্ত প্রতিভা আজও চাপা পড়ে রয়েছে তার ইয়ত্তা নেই। তবু কিছু মানুষ প্রতিভার জোরে এবং সৌভাগ্যক্রমে রানু মন্ডল হওয়ার সুযোগটুকু অর্জন করেন। আজ যার গান আপনাদের শোনাব সেই ছেলেটি নিতান্তই ছোট বালক তবু গানের গলা শুনে তা বোঝার অবসর একেবারেই নেই। এ কি অবাক কান্ড!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিও শুরু হতেই দেখা যাচ্ছে খালি গায়েই খুদে ছেলেটি এগিয়ে এসে শুরু করল ‘কবীর সিং’ সিনেমায় ব্যবহৃত অরিজিৎ সিং এর গাওয়া বিখ্যাত ‘তেরে বিন অাব না লেঙ্গে এক ভি দম’ গানটি। এত সুন্দর গলা শুনে অবাক হবারই কথা। সেরকমই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। গান চলাকালীন তার গায়কী এতটাই মনমুগ্ধকর যে রাস্তা দিয়ে আসা এক সাইকেল আরোহীকে দাঁড় করিয়েই ফেললেন ক্যামেরাম্যান।

পুরো ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই ছোট্ট ছেলেটির গান শুনে তাকে প্রানভরে আশীর্বাদ করেছেন তার ভবিষ্যতের জন্য। এরই নাম ভারতবর্ষ। এখানে অচেনা গলিতেও লুকিয়ে থাকে অসাধারন প্রতিভা। ছোট্ট ছেলেটির গান শুনে নীচে অতি অবশ্যই নীচের ভিডিওটিতে ক্লিক করুন।

About Author