বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Arijit Singh’s Video: একটি দুই বছরের বাচ্চার জন্য প্রতিবাদ করলেন অরিজিৎ, গান থামিয়ে কড়া মন্তব্য গায়কের

×
Advertisement

অরিজিৎ সিং নামটা অপরিচিত নয় কারোর কাছেই। মুর্শিদাবাদের মধ্যবিত্ত ঘরের ছেলেটাই আজ গানের হাত ধরে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের মানুষের কাছে। সামনে থেকে তার গান একবার শোনার অপেক্ষায় অনন্তকাল অপেক্ষা করতেও রাজি তার ভক্তরা। তবে অনেকসময় গায়ককে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্তমহলের একাংশ। আর ঐ মুহূর্তেই কিছু কিছু ক্ষেত্রে নিজেদের প্রিয় গায়কের নজর কাড়তে ভক্তরা এমন কিছু করে ফেলেন যা দেখে অবাক হয়ে যান খোদ গায়করাই। সম্প্রতি তেমনি এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements
Advertisement

সাম্প্রতিক ঝলকে মঞ্চে গান গাইতে দেখা গিয়েছে অরিজিৎ সিংকে। আর সেইসময়ই নিজের প্রিয় গায়কের আরেকটু কাছে যাওয়ার জন্য নিজের দু’বছরের বাচ্চাকে হাতিয়ার বানিয়েই এগোচ্ছিলেন এক ভক্ত। আর এই দৃশ্য খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি স্বয়ং গায়কেরও। আর ঐ মুহূর্তে সেই দৃশ্য দেখেই প্রতিবাদ করে ওঠেন অরিজিৎ।

Advertisements

Arijit Singh rightfully schooling a fan who was pushing his child towards him
by u/okay177 in BollyBlindsNGossip

Advertisements
Advertisement

গায়ককে বলতে শোনা যায়, দু’বছরের এই ছোট বাচ্চাটির জীবনকে সংশয়ে ফেলবেন না। এমনকি তিনি ঐ ভক্তকে এও বলেন, সামনাসামনি আসার ইচ্ছা তার, বাচ্চাটির নয়। অতএব, তিনি যেন বাচ্চাটিকে নিজের জন্য সংশয়ের মধ্যে না ফেলে দেন। আর এই কথাগুলি গায়ক ঐ ভক্তকে বেশ উঁচু স্বরেই বলেছিলেন। বালাই বাহুল্য, গায়কের এই রূপ আবারো মুগ্ধ করেছে গোটা নেটমহলের পাশাপাশি সেখানে উপস্থিত সকলকেই। একজন মানুষ হিসেবে তিনি যে খাঁটি সোনা, সেকথা গায়ক এই ঘটনার সূত্র ধরে প্রমাণ করে দিলেন আবারো।

কয়েকদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি লাইভ পারফর্ম্যান্স ছিল অরিজিৎ সিংয়ের। এদিন শো শুরু হওয়ার পর গান গাওয়ার সময়ই নিজের এক মহিলা ভক্তের দ্বারা আহত হয়েছিলেন তিনি। আর তার প্রতিবাদও গান থামিয়ে করেছিলেন অরিজিৎ। সেই ঝলকও গোটা মিডিয়ামহলের নজর কেড়ে নিয়েছিল। চর্চা চলেছিল বেশ কিছু সময় ধরে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

Related Articles

Back to top button