Arijit Singh rightfully schooling a fan who was pushing his child towards himগায়ককে বলতে শোনা যায়, দু’বছরের এই ছোট বাচ্চাটির জীবনকে সংশয়ে ফেলবেন না। এমনকি তিনি ঐ ভক্তকে এও বলেন, সামনাসামনি আসার ইচ্ছা তার, বাচ্চাটির নয়। অতএব, তিনি যেন বাচ্চাটিকে নিজের জন্য সংশয়ের মধ্যে না ফেলে দেন। আর এই কথাগুলি গায়ক ঐ ভক্তকে বেশ উঁচু স্বরেই বলেছিলেন। বালাই বাহুল্য, গায়কের এই রূপ আবারো মুগ্ধ করেছে গোটা নেটমহলের পাশাপাশি সেখানে উপস্থিত সকলকেই। একজন মানুষ হিসেবে তিনি যে খাঁটি সোনা, সেকথা গায়ক এই ঘটনার সূত্র ধরে প্রমাণ করে দিলেন আবারো।কয়েকদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি লাইভ পারফর্ম্যান্স ছিল অরিজিৎ সিংয়ের। এদিন শো শুরু হওয়ার পর গান গাওয়ার সময়ই নিজের এক মহিলা ভক্তের দ্বারা আহত হয়েছিলেন তিনি। আর তার প্রতিবাদও গান থামিয়ে করেছিলেন অরিজিৎ। সেই ঝলকও গোটা মিডিয়ামহলের নজর কেড়ে নিয়েছিল। চর্চা চলেছিল বেশ কিছু সময় ধরে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে।
by u/okay177 in BollyBlindsNGossip
Arijit Singh’s Video: একটি দুই বছরের বাচ্চার জন্য প্রতিবাদ করলেন অরিজিৎ, গান থামিয়ে কড়া মন্তব্য গায়কের
অরিজিৎ সিং নামটা অপরিচিত নয় কারোর কাছেই। মুর্শিদাবাদের মধ্যবিত্ত ঘরের ছেলেটাই আজ গানের হাত ধরে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের মানুষের কাছে। সামনে থেকে তার গান একবার শোনার অপেক্ষায় অনন্তকাল অপেক্ষা…

আরও পড়ুন