ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : এখনকার বেশিরভাগ প্রেমালাপ শুরু হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় রিকোয়েস্ট পাঠানো। তারপর সেটি এক্সেপ্ট করলে কেল্লাফতে। শুরু হয়ে যায় কথার বন্যা। এরপর এই সম্পর্ক গভীর হলে ধীরে ধীরে দুজনেই ঠিক করেন প্রথম ডেটে যাওয়ার কথা।
প্রথম ডেটে মেয়েরা ছেলেদের কোন গুন গুলি যাচাই করে দেখে নিন:
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) পরিষ্কার- পরিছন্নতা: পরিষ্কার – পরিছন্ন থাকতে সকলেই পছন্দ করেন। আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তা মেয়েরা খুব ভালো ভাবে খেয়াল করে। আপনার নখ থেকে পায়ের পাতা সব ভালোভাবে খুটিয়ে দেখেন মেয়েরা।
২) আপনার তাকানো: আপনার তাকানোর অর্থ মেয়েরা খুব ভালোভাবে বুঝতে পারে। আপনার তাকানোর অর্থ ভালো না খারাপ, আপনি অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন কি না তা ভালো ভাবে বুঝতে পারে।
৩) জুতো: ডেটিংয়ে আপনি কি রকম জুতো পড়ে যাচ্ছেন, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ।
৪) আপনি নিজেকে কিভাবে রেখেছেন: আপনি কত দামি দামি বা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করেন সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার কথা বলার ধরণ, পোশাক এবং ম্যানার্স।
৫) আপনি অন্যের সঙ্গে কেমন ব্যবহার করছেন: আপনি অন্যের সাথে কেমন ব্যবহার করছেন সেটিও প্রথম ডেটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। অন্যের প্রতি আপনার ব্যবহার কেমন সেদিকেও মেয়েরা নজর রাখে।