আপনি কী সদ্য বিবাহিত? সুখী দাম্পত্য জীবন পেতে অবশ্যই এই কাজগুলি এড়িয়ে চলুন।

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বিবাহ হল একটি সামাজিক বন্ধন। বিয়ে সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাম্পত্য জীবন সফল হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। এর মধ্যে বিয়ের জীবনের প্রথম দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিখ্যাত ম্যারেজ কনসালটেন্ট অ্যানি পিয়ার্স টিপস হিসেবে বলেছেন যে বিয়ের প্রথম দিকে কিছু কিছু কাজ না করাটাই শ্রেয় ।এই কাজগুলি এড়িয়ে চললে স্বামী-স্ত্রীর সম্পর্ক দৃঢ় হয়।
তবে দেরি না করে বিষয়গুলি জেনে নিন-

Advertisement

১) বিয়ের প্রথম দিকে আপনার বাড়িতে কোনো অতিথিকে দিনের পর দিন থাকার জন্য জোর করবেন না। বিয়ের প্রথমে স্বামী স্ত্রীর পরস্পরের সাথে সময় কাটানো উচিত। সেখানে কোন তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে সেটি বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Advertisement

বাড়িতে অতিথি আসলে তারা যেন দু’ঘণ্টার বেশি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অতিথিরা যদি বাড়িতে রাত্রি বাস করেন তবে স্বামী-স্ত্রীর সম্পর্ক দৃঢ় হওয়ার প্রক্রিয়াটি ধীর হয়ে পড়বে। তাই বিয়ের প্রথম সপ্তাহে কোনো অতিথিকে আমন্ত্রণ জানাবেন না।

Advertisement

২) বিয়ের পরেই কাজের প্রয়োজনে যদি শহরের বাইরে কোথাও যেতে হয় তবে আপনার স্ত্রী বা স্বামীকে বাদ দিয়ে যাবেন না। যদি সম্ভব হয় তবে স্ত্রী বা স্বামীকে সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ সদ্যবিবাহিত অবস্থায় স্বামী বা স্ত্রী যদি দূরে থাকে তবে তার থেকে কষ্টের কিছু হয় না।

যতটা সম্ভব নিজের স্ত্রী বা স্বামীকে কষ্ট না দেওয়ার চেষ্টা করুন। যদি তাকে সঙ্গে করে না নিয়ে যেতে পারেন তবে চেষ্টা করুন অফিসের কাজ পিছিয়ে নেওয়ার।

৩) বিয়ের পর আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে আসেন তখন তাকে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আপনি আপনার স্ত্রীর প্রধান সহায়ক। বিয়ের পরে যদি আপনি বাড়িটিকে রেনোভেট করে ফেলেন তাহলে আপনি নিজেই বাড়িতে অস্বস্তিবোধ করবেন, এবং আপনার স্ত্রীও সেখানে মানিয়ে গুছিয়ে নিতে পারবে না।

৪) বিয়ের অনুষ্ঠানে কি ঘটেছে না ঘটেছে সেই নিয়ে কোনো ঝগড়া ঝামেলা করবেন না। সম্পর্কে অতীতকে না টেনে ভবিষ্যতের কথা ভাবুন।

৫) বিশেষজ্ঞদের মতে স্বামী-স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট বাড়িতেই তৈরি হয়। তাই বিয়ের পরপরই হানিমুনে না যাওয়াটাই ঠিক।
পরস্পরকে মানসিক এবং শারীরিক দিক থেকে চিনে নিতে বাড়ির থেকে ভালো জায়গা আর কিছু নেই। তাই বিয়ের পরে বাড়িতে থেকে নিজেদেরকে সময় দিন। হানিমুনের সময় তো অনেক পাবেন।

৬) স্বামী-স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া ঝামেলা তো লেগেই থাকে। তাই বলে একটুতেই হাল ছেড়ে দিলে চলবে না, ছোটখাটো ঝগড়া তে যদি আপনি নিজের লাইফ পার্টনার কে অযোগ্য বলে মনে করেন তাহলে আপনি অনেক বড়ো ভুল করবেন।

যারা পরিশ্রম করেন তারাই সুখী হয়। আত্মত্যাগ করতে শিখুন এবং ধৈর্যশীল হন। হাল ছাড়বেন না, দেখবেন আপনি সুখী হবেন।

Recent Posts