আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।
জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় থাকতে দেখা গিয়েছে আরবাজ প্রেমিকাকে। উল্লেখ্য, ভিডিওটি ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ভিডিওতে আরবাজ প্রেমিকার বোল্ড লুক নজর এড়িয়নি। রইল সেই ঝলকই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতে জর্জিয়াকে একটি পেস্তা রঙের ফুলস্লিভ টপ ও সাদা-কালো শর্ট স্কার্টে দেখা গিয়েছে। খোলা চুলে একেবারে বিনা মেকাপ লুকে ছিলেন তিনি। পায়ে ছিল একটি সাধারণ চটি। সাথে একটি ছোট ব্যাগও নিয়েছিলেন তিনি। এই পোশাকে তার পায়ের ট্যাটুটি ছিল দৃশ্যমান। অবশ্য তার ঝলক ভিডিওতে নজর রাখলেই মিলবে। তবে এদিন রাতের মুম্বাই শহরের রাস্তায় একাই দেখা গিয়েছে তাকে। তার এই সাম্প্রতিক লুক নজর কেড়েছে সকলের। পাশাপাশি পারদ বাড়িয়েছে ভক্তদের মনেরও। অবশ্য সেকথা ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।