বলি জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সলমন খান। তার এবং তার পরিবারের সকলেই এই বলি জগতে জনপ্রিয়। তার ভাই আরবাজ খানও একই ভাবে বলি দুনিয়ায় নিজের নাম করে ফেলেছেন। দাবাং বা অন্যান্য বলিউড সুপারহিট সিনেমা তার পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত। এর সাথে তাকে আমরা অভিনীত করতেও দেখেছি। তবে, তার ব্যক্তিগত জীবন নিয়েও বলি দুনিয়ায় কম চর্চা হয়না। মালাইকা আরোরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন মালাইকা এখন সম্পর্কে আছেন অর্জুন কাপুরের সঙ্গে, সেরকম ভাবেই আরবাজ খানের জীবনেও এসেছেন নতুন একজন নারী। তিনি হলেন জর্জিয়া। তিনি নিজে একজন প্রফেশনাল মডেল এবং অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদুজনকে এখন মাঝে মধ্যেই একসাথে দেখা যায়। কখনো তারা একসাথে একসাথে পার্টিতে যান, কখনো আবার তারা একসাথে কোথাও ঘুরতে যান। জর্জিয়া এখন একজন ফ্যাশন সেনসেশন হয়ে উঠেছেন। যখনই তিনি কোথাও বাইরে যান, পাপারাজ্জিরা তাকে রীতিমতো ঘিরে ধরেন। সাধারনত তিনি ইনস্টাগ্রামে এমন কিছু কিছু ছবি পোস্ট করতে থাকেন, যে সমস্ত ছবির জন্য সকলেই তার ফ্যান হয়ে যান। ইনস্টাগ্রামেও এই মডেলের ফ্যান ফলোয়িং বেশ ভালই।
তবে সম্প্রতি এই হাসিনার কিছু কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে উঠেছে। কিছুদিন আগে আরবাজ খানের জন্মদিনের দিন তিনি একটা দারুন পোশাকে এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছিলেন। তার এই দুর্দান্ত কালো পোশাক দেখে সকলেই কার্যত অবাক হয়ে যান এবং অনেককে আবার তার দারুন প্রশংসা করতেও দেখা যায়। এই কালো পোশাকে তার সৌন্দর্য্য দেখে সবাই মুগ্ধ। অনেকে আবার তাকে মালাইকার থেকেও বেশি সুন্দরী বলছেন। তবে যাই হোকনা কেন, তিনি যে দারুন সুন্দরী সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।