Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখনও ভোলেননি প্রাক্তন প্রেমিকাকে, মালাইকাকে একবাক্স গিফট দিলেন আরবাজ

মালাইকা অরোরার প্রত্যেক ছবি এবং পোস্ট ইনস্টাগ্রামে ভাইরাল। আর কেনো হবে না,তিনি একটা সময়ে বলিউডের আইটেম নাম্বার গুলিতে রাজ করতেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও তাকে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে…

Avatar

By

মালাইকা অরোরার প্রত্যেক ছবি এবং পোস্ট ইনস্টাগ্রামে ভাইরাল। আর কেনো হবে না,তিনি একটা সময়ে বলিউডের আইটেম নাম্বার গুলিতে রাজ করতেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও তাকে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। প্রথমে তিনি সালমানের ভাই আরবাজ খানকে বিবাহ করেন। তবে তাদের বিবাহ খুব একটা ভালো ছিল না। কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে তাই বলে তার পুরনো প্রেমিকের সঙ্গে একেবারেই তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। মাঝে মধ্যেই তাদের দুজনকে একসাথে দেখা যায়। ১৪ বছরের বিবাহিত জীবন হঠাৎ শেষ হয়ে যায় ২০১৭ সালে। তখন তাদের ছেলের বয়স ১২। জানা যায়, অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ। কিন্তু বলিউডের এই হট কাপলের মধ্যে এখনও বন্ধুত্ব আছে। এখনো তারা একে অপরকে গিফট পাঠান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এবারে আরবাজ তার প্রাক্তন কে গিফট করলেন এক বাক্স উপহার। উপহার পেয়েই খুব খুশি মালাইকা। কিন্তু একি! বাক্স খুলতেই বেরিয়ে এলো ৫টা পাকা আম। এই উপহার দেখে স্বভাবতই হতবাক মালাইকা। সাথেই আনন্দিত ও বটে। সোজা এই বাক্সের ছবি পোস্ট করে দিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশন দিলেন, “ধন্যবাদ আরবাজ”। পাশে আবার অনলাইন আম সরবরাহকারী সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন এই অভিনেত্রী। সাথেই লিখেছেন, “এখনি অর্ডার করুন।” এই পোস্ট দেখে এখনো বোঝাই যায়, এখনো আরবাজ এবং মালাইকার বন্ধুত্ব আছে অটুট।

About Author