Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাহায্যের আবেদন : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছাত্র অদ্বৈত্যকে বাঁচান

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা অদ্বৈত্য চন্দ্র দাস।দুরারোগ্য ক্যান্সারের আক্রান্ত অদ্বৈত্য। সে ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।…

Avatar

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা অদ্বৈত্য চন্দ্র দাস।দুরারোগ্য ক্যান্সারের আক্রান্ত অদ্বৈত্য। সে ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। অদ্বৈত্যের বাবা নিমাই দাস পেশায় জনমজুর।

সাহায্যের আবেদন : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছাত্র অদ্বৈত্যকে বাঁচানঅদ্বৈত বাবা নিমাই দাস জানান, প্রায় এক বছর আগে হাঁটুতে একটি টিউমার হওয়ায় প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে অপারেশন হয়। পরে আবার বর্ধমানের অপারেশন করতে হয়। দুবার অপারেশনের পরেও ভাল হয় নি রোগ।এখন ডাক্তারের রির্পোট বলছে ক্যান্সারে আক্রান্ত অদ্বৈত্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছেলের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা বহন করা দিনমজুর বাবার পক্ষে অসম্ভব। তাই সমাজের সর্বস্তরের মানুষদের প্রতি তাঁর বাবার কাতর আবেদন ছেলের চিকিৎসার জন্য সকলেই অর্থসাহায্য করুন ও সহযোগিতা করুন,যাতে আমার ছেলে সুস্থ হয়ে উঠে।

সাহায্য পাঠাবার ঠিকানাঃ

Adwaitya Chandra Das
State Bank of india
A/C _ 35086120400
IFSC_ SBIN0002045
mobile 9382592958

About Author