Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিন থেকে ভারতে ব্যবসা স্থানান্তরিত করার পথে অ্যাপেল সংস্থা

চিনের উহানেই নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল, যা আজ গোটা বিশ্বে দাপিয়ে বিরাজ করছে। আর এর ফলেই চিনের উপর ক্রমেই নির্ভরশীলতা হারাতে বসেছে বিভিন্ন সংস্থা। চিন থেকে অন্যত্র উৎপাদন কেন্দ্রকে সরিয়ে…

Avatar

চিনের উহানেই নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল, যা আজ গোটা বিশ্বে দাপিয়ে বিরাজ করছে। আর এর ফলেই চিনের উপর ক্রমেই নির্ভরশীলতা হারাতে বসেছে বিভিন্ন সংস্থা। চিন থেকে অন্যত্র উৎপাদন কেন্দ্রকে সরিয়ে আনার পরিকল্পনাও করছে সংস্থাগুলি। তার মধ্যে নয়া সংযোজন মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাপেল। এবার এই প্রযুক্তি সংস্থা চিন থেকে ২০ শতাংশ উৎপাদন ব্যবসা ভারতে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।

গত বছরের শেষের দিকে অ্যাপেল, স্যামসাং সহ বিভিন্ন দেশীয় ফোন উৎপাদনকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপেলের মতো সংস্থাকে দেশে জায়গা দিতে ভারতেরও প্রস্তুতি চোখে পড়ার মতো। জমি চিহ্নিতকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে কিছু শর্ত রাখা হয়। যে সংস্থা যত বেশি সামগ্রী উৎপাদন করতে সমর্থ হবে সেই সংস্থা তত বেশি সুবিধা পাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া সংস্থাগুলিকে ২০২০ থেকে ২০২১ এর মধ্যে এক কোটি ডলার সামগ্রী উৎপাদন করতে হবে। পিএলআই-এর আওতায় কিছু শর্তের মতভেদ দেখা দেয় দুই পক্ষের। সেসব কিছু মিটে গেলে আশা করা হচ্ছে চিন থেকে অ্যাপেল সংস্থা তাঁদের উৎপাদন কেন্দ্রকে ভারতে সরিয়ে আনতে পারে। এই খবরের পরই সরব হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অ্যাপেল তাঁর সংস্থাকে সরিয়ে আনলে তা আমেরিকাতেই উৎপাদন কেন্দ্র তৈরি করুক। কিন্তু অন্যত্র কোথাও সংস্থাকে সরালে জরিমানা দিতে হবে।

About Author