অপরাজিতা আঢ্য মানেই এক গাল হাসি। মিষ্টি হাসিতে মন ভুলিয়ে দিতে পারেন অভিনেত্রী। বর্তমানে অপরাজিতা একটি রান্নার অনুষ্ঠান হোস্ট করছেন। প্রতিদিন দারুন দারুন রান্না যেমন দেখান তেমনই প্রতিদিন মিস্টি লুক নিয়ে হাজির হয়ে যান টেলিভিশনের পর্দায়। তবে আপনি যদি অপরাজিতার ফ্যান হন তবে নিশ্চয় অপরাজিতার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিঃসন্দেহে অপরাজিতাকে আমরা শাড়িতেই বেশীরভাগ সময় দেখি। কিন্তু কিছু কি পার্থক্য বুঝতে পারছেন আগের অপরাজিতার সঙ্গে এখনকার অপরাজিতার? হ্যাঁ? অবশ্যই চোখে পরার মত, অভিনেত্রী এই লকডাউনে তাঁর চেহারার অনেক পরিবর্তন এনেছেন। অনেকটা মেদ ঝড়িয়ে ফিরেছেন। যদিও অল্প মেদেই তাঁর সৌন্দর্যে মিলত অভিনবত্ব, তবুও এবারে বেশ খানিকটা মেদ ঝড়িয়ে সেটে ফিরেছেন।
জিরো ফিগারে বিশ্বাসী নন অভিনেত্রী, তবে এই লকডাউনে বেশ অনেকটা মেদ ঝড়িয়েছেন অভিনেত্রী তা স্পষ্ট।
ভক্তদের মধ্যে অভিনেত্রীকে নিয়ে ভীষণ কৌতূহল। কিন্তু তাতে কি? অপরাজিতা বরাবর নিজের মত থাকতে বেশি ভালবাসেন। তাইতো এখনও পর্যন্ত হাসতে হাসতে বহাল তবিয়তে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন।