এবার সারা দেশে একযোগে আধার কার্ডের ন্যায় APAAR কার্ড বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যেখানে সারা দেশের শিক্ষার্থীদের এক ছাতার নিচে নিয়ে আসার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার সমস্ত স্তরের তথ্য জমা থাকবে এই ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’-তে। ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে এই বিশেষ পরিবর্তনের জন্য সমস্ত রাজ্যে একটি নোটি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নিবন্ধের শুরুতে যদি APAAR কার্ড সম্পর্কে বলি, তবে এর পুরো নাম “Automated Permanent Academic Account Registry”। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী ভর্তি হলে তার নামে একটি APAAR কার্ড জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। আধার কার্ডের মত APAAR কার্ডে ওই শিক্ষার্থীর পরিচয় এবং বিদ্যালয়ের সমস্ত রিয়েল-টাইম ডেটা উপলব্ধ থাকবে। অর্থাৎ, APAAR কার্ডের মাধ্যমে একটি শিশুর সমস্ত অ্যাকাডেমিক রেকর্ড সংরক্ষণ করবে সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর ফলে প্রতিবছর কত শিক্ষার্থী স্কুলে ভর্তি হচ্ছে কিংবা কত শিক্ষার্থী ড্রপ-আউট হচ্ছে, তার সমস্ত বিবরণ এক পোর্টালে পাবে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি, কোন শিক্ষার্থী কি ধরনের পড়াশোনা করছে এবং তাদের অ্যাকাডেমিক স্কোর কত, সে তথ্য নির্দিষ্ট সময় পর পর পৌঁছে যাবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। এছাড়া যদি কোন শিক্ষার্থী কোন ব্যক্তি মূলক কোর্স করে, তবে তার ক্রেডিট স্কোরও পৌঁছে যাবে শিক্ষা দপ্তরে। যার ফলে শিক্ষার্থীদের নিয়ে সরকারের যেকোনো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত সহজ কাজ হবে।
আমরা আপনাদের বলে রাখি, আধার কার্ডের মত APAAR কার্ডে ১২ সংখ্যার একটি রেজিস্ট্রেশন নম্বর থাকবে। যা কোন ছাত্র বা ছাত্রীর পরিচয় বহন করবে। শুধু তাই নয়, আধার কার্ডের সাথে লিংক করা থাকবে APAAR কার্ড। যার কারনে ছাত্র-ছাত্রীর বিশদ বিবরণ সহজেই জানা যাবে। দেশের ১৪ লাখেরও বেশি স্কুলে অধ্যয়নরত ২৬ কোটি ৫০ লাখ শিশু এবং প্রায় ৯৫ লাখ শিক্ষকের সম্পূর্ণ তথ্য ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া যাবে। যা কোন সরকারি প্রতিষ্ঠান এক্সেস করবে। এর ফলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে বিশেষ সুবিধা হবে সরকারের।