Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anveshi Jain: ক্যামেরার সামনে এমন কাজ করলেন অভিনেত্রী অন্বেষী জৈন, চোখ সরল না ফ্যানেদের

অন্বেষী জৈন বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একটি মুখ। ওয়েব সিরিজ 'গান্দী বাত ২'এর সূত্র ধরেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। অন্বেষী বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত বেশিরভাগের কাছে। সিরিজে বেশ…

Avatar

অন্বেষী জৈন বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একটি মুখ। ওয়েব সিরিজ ‘গান্দী বাত ২’এর সূত্র ধরেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। অন্বেষী বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত বেশিরভাগের কাছে। সিরিজে বেশ কয়েকটি সাহসী দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে, যা রীতিমতো ঘুম ছুটিয়েছিল দর্শকদের। সম্প্রতি নিজের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী মধ্যপ্রদেশের বাসিন্দা। অভিনয় দুনিয়ায় আসার আগে মডেলিং করতেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি একাধিক শো হোস্টও করেছেন তিনি। প্রাইভেট পার্টি, বড় বড় ইভেন্ট ছাড়াও একাধিক শো সঞ্চালনা করেছেন তিনি। তবে বর্তমানে তিনি যে যথেষ্ট সফল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমান প্রজন্মের দর্শকদের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

সম্প্রতি অভিনেত্রী নিজের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। সোনি লাইভ ইন্ডিয়াতেই তার সেই মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা এই চারটি ভাষাতেই মুক্তি পেয়েছিল তার সেই মিউজিক ভিডিওটি। শ্রেয়া ঘোষালের কণ্ঠেই শোনা গিয়েছিল ‘রামারাওনডিউটি’ (ramaraoonduty)।

এই মুহূর্তে ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর সেই মিউজিক ভিডিওটির শুটিংয়ের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায়নি তার অগণিত ভক্তমহলের। নিঃসন্দেহে এই মিউজিক ভিডিওতে তার রূপের ছটায় ঘায়েল হয়েছে অগণিত মানুষ। তার চোখের আবেদনভরা চাহনিতে হুঁশ উড়েছে একাংশের। খোলা চুলে, মানানসই সাজে মেরুন রঙের জমকালো ঘাঘড়া-চোলিতে বোল্ড অবতারেই দেখা দিয়েছিলেন তিনি, যা নিঃসন্দেহে মুগ্ধ করেছে তার ভক্তদের।

About Author