Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anushka-Virat: দুবাইতে একান্তে বর্ষবরণ অনুষ্কা-বিরাটের, কালো পোশাকে তাক লাগলেন অভিনেত্রী

তারকা থেকে সাধারণ সকলেই নিজেদের নতুন বছরের শুরুটা কাছের মানুষদের সাথেই একান্তে সময় কাটিয়ে শুরু করেছেন ভালোভাবেই। ব্যতিক্রমী নন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। নতুন বছরের শুরুটা একান্তে দুবাইতেই কাটিয়েছেন…

Avatar

তারকা থেকে সাধারণ সকলেই নিজেদের নতুন বছরের শুরুটা কাছের মানুষদের সাথেই একান্তে সময় কাটিয়ে শুরু করেছেন ভালোভাবেই। ব্যতিক্রমী নন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। নতুন বছরের শুরুটা একান্তে দুবাইতেই কাটিয়েছেন তারা। সেই ঝলক এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েই অধিকাংশের মাঝে চর্চিত অনস্ক্রিন ঝুলন গোস্বামী।

দুদিন আগে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের চারটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে গাড়ির ব্যাক সিটে মাথা হেলিয়ে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। খোলা‌ চুলে , হালকা মেকাপে মেসি লুকে ছিলেন অভিনেত্রী। কালো গরম পোশাকের ভিতরে ডিপ নেক লাইন কাটিং ব্রালেটে দেখা মিলেছে অভিনেত্রীর। সাথে পরেছিলেন সাদা ঢিলাঢালা প্যান্টও। হাতে ঘড়ির পাশাপাশি কানে ও গলায় হালকা মূল্যবান হীরের অলংকারও পরে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে গাড়ির কাঁচের বাইরে আবছা ঝলক মিলেছে দুবাই শহরের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মধ্যে দুটি আবছা ছবিও দেখা গিয়েছে। বর্ষবরণের সময় অভিনেত্রীর এই উষ্ণ লুক ক্যামেরাবন্দি করেছেন বিরাট কোহলি নিজেই। অবশ্য সেকথা অভিনেত্রীর ক্যাপশন থেকেই স্পষ্ট হয়েছে, সেখানেই তিনি তার ‘হাবস্টার’ অর্থাৎ তারকা স্বামী বিরাট কোহলির কথা উল্লেখ করেছেন। সম্ভবত গাড়িতে ছবিগুলি তোলার কারণেই হাত কেঁপেছে প্রাক্তন অধিনায়কের। বর্তমানে সচারচর এই ধরনের পোশাকে দেখা মেলে না অভিনেত্রীর। তবে বর্ষবরণের সময় একটু হলেও লাগাম ছাড়া হয়েছিলেন তিনি। আর সেই ঝলকই ক্যামেরাবন্দি করেছেন বিরাট।

অবশ্য দুবাই থেকে নিজেদের একান্তে সময় কাটানোর একাধিক ঝলক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের শেয়ার করে নেওয়া সেইসমস্ত ঝলক এই মুহূর্তে ভাইরাল গোটা নেটদুনিয়ার পাশাপাশি তাদের অগণিত ভক্তদের কাছেও। উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মা অভিনীত ও প্রসিত রায় পরিচালিত ‘চাকদহ এক্সপ্রেস’। ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামীর চরিত্রের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে। তার জীবনের ওঠা পড়ার প্রতিটি ধাপ দেখানো হবে ছবিতে। আপাতত, সেই নিয়েও চর্চার আলোতে বিরাট পত্নী।

About Author