Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরে বাড়ছে ‘ছোট্ট প্রাণ’, ৬ মাসের অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, ভাইরাল ছবি

একজন খেলার দুনিয়ার তারকা অন্যজন অভিনয়ের জগতে সেরা। যখন খেলা আর অভিনয় একই ছাদের তলায় বসবাস করে তখন এই মঞ্চ হয়ে ওঠে সেরার সেরা। ভক্তদের উচ্ছাস আর কৌতূহল থাকে চোখে…

Avatar

একজন খেলার দুনিয়ার তারকা অন্যজন অভিনয়ের জগতে সেরা। যখন খেলা আর অভিনয় একই ছাদের তলায় বসবাস করে তখন এই মঞ্চ হয়ে ওঠে সেরার সেরা। ভক্তদের উচ্ছাস আর কৌতূহল থাকে চোখে পড়ার মত। আর তাই যখন যখন বিরাট পত্নী অনুষ্কা ছবি পোস্ট করেছেন তা হয়ে উঠেছে ভাইরাল। এরই মধ্যে অনুষ্কা তাঁর একটি সাদা কালো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখার জন্য ভক্তদের কৌতূহলের শেষ নেই। একদম বিনা মেকআপে নিজেকে ক্যামেরার সামনে ধরা দেন মম টু বি অনুষ্কা। বর্তমানে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। রইল সেই ছবি।

শরীরে বাড়ছে 'ছোট্ট প্রাণ', ৬ মাসের অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, ভাইরাল ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগেও অনুষ্কা দুবাইয়ের সমুদ্রের ধারে দাড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই সময় সবে আইপিএল এর খেলা শুরু হয়েছিলো। সেই ছবি প্রকাশ্যে আসতে তাও ভাইরাল হয়ে যায়।

শরীরে বাড়ছে 'ছোট্ট প্রাণ', ৬ মাসের অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা, ভাইরাল ছবি

স্বামীকে সঙ্গ দিতে বিরাটের সঙ্গে দুবাই উড়ে গিয়েছেন অনুষ্কা। খেলার ফাঁকে দু’জনে কাটাচ্ছেন কোয়ালিটি টাইমও। তাছাড়া বিরাটও এই অবস্থায় স্ত্রী কে একা ছাড়তে একদম নারাজ। তাই দুবাইতেই রয়েছেন এই সেলেব দম্পতি। কাটাচ্ছেন প্রি-প্রেগন্যান্সির সেরা মুহূর্ত। রইল এই কাপলের মজার এক ভিডিও। যা থেকে স্পষ্ট যে বিন্দাস সময় কাটাচ্ছেন খেলোয়াড় আর অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

About Author