Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিচালকের প্রেমে আভিনেত্রী, প্রেমের রহস্য ফাঁস হল অনুষ্কা শেট্টির

কৌশিক পোল্ল্যে: সাউথ ইন্ডিয়ান ফিল্মে সমস্ত লেজেন্ডারি অভিনেতাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অনুষ্কা শেট্টি, তালিকায় রজনীকান্ত থেকে শুরু করে চিরঞ্জীবী, মহেশ বাবু, বিক্রম, রানা দুগ্গাবতী কিংবা প্রভাস সকলেই রয়েছেন। কাজেই ইন্ডাস্ট্রিতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: সাউথ ইন্ডিয়ান ফিল্মে সমস্ত লেজেন্ডারি অভিনেতাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অনুষ্কা শেট্টি, তালিকায় রজনীকান্ত থেকে শুরু করে চিরঞ্জীবী, মহেশ বাবু, বিক্রম, রানা দুগ্গাবতী কিংবা প্রভাস সকলেই রয়েছেন। কাজেই ইন্ডাস্ট্রিতে এনার কদর কোনো সুপারস্টারের চাইতে কম নয়।

পুরো কেরিয়ারে অসাধারন সব চরিত্রে নিজেকে অভিনয়ের মাধ্যমে প্রস্ফুটিত করে তোলেন। সাধারন মেয়ে থেকে অতিপ্রাকৃত কোনো চরিত্র কিংবা কোনো সম্রাজ্ঞী সমস্তটাই অত্যন্ত নিপুনতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারদর্শী তিনি। একারনেই সাউথের টলিউড মহলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনুষ্কার খ্যাতি সবচেয়ে বেশি বিস্তৃতিলাভ করে ‘বাহুবলী- দ্য কনক্লিউসন’ ছবিটির পর। বক্সঅফিসে মোটা অঙ্কের টাকা কালেকশনকারী এই ছবিটি গোটা দেশে অনুষ্কার খ্যাতি রাতারাতি কয়েকগুন বাড়িয়ে তোলে। হলিউড ছবির সমালোচকরাও তার ভূয়সী প্রসংশা করেছেন।

আরও পড়ুন : উন্মুক্ত ক্লিভেজে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘হট অ্যান্ড বোল্ড’ পুনম পান্ডে

যদিও এই ছবি নিয়ে আরও একটি বিষয়ে জল্পনা শুরু হয়। গুঞ্জন ওঠে অভিনেতা প্রভাসের সঙ্গে তার ব্যক্তিগত বিশেষ সম্পর্ক নিয়ে। এরপর এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও সম্পর্কে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর।

তবে এসব পুরোনো গল্প পিছনে ফেলে নতুন করে গুঞ্জনের মেঘ দানা বাঁধতে শুরু করেছে। কোনো ক্রিকেটার বা অভিনেতার প্রেমে নয় বরং অনুষ্কা মজেছেন এক পরিচালকের প্রেমে। একতা কাপুর প্রযোজিত ‘জাজমেন্টাল হ্যায় ক্যা’ ছবির পরিচালক প্রকাশ কোভেলামুদির সঙ্গে অনুষ্কা নতুন করে সম্পর্ক গড়ছেন, এক বিশেষ সূত্রে উঠে এল এই চাঞ্চল্যকর খবর। যদিও উভয় তরফে এবিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

About Author