Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anushka-Virat: মনোকিনীতে ছবি দিলেন অনুষ্কা! স্ত্রীর হট ছবি দেখেই কমেন্ট করলেন বিরাট

গত ১১ই জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে এক পরী মেয়ে। ভালোবেসে মেয়ের নাম রেখেছেন ভামিকা৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়েকে পেয়ে এখন গর্বিত বাবা-মা৷ ভামিকাকে বেশ যত্ন আর্তি…

Avatar

By

গত ১১ই জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে এক পরী মেয়ে। ভালোবেসে মেয়ের নাম রেখেছেন ভামিকা৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়েকে পেয়ে এখন গর্বিত বাবা-মা৷ ভামিকাকে বেশ যত্ন আর্তি করেই মানুষ করছেন। এই একরত্তি ভামিকা পালটে দিয়েছে বিরুষ্কার পুরো জীবন। মা দুর্গার নামের সঙ্গে মিল রেখে নিজের মেয়ের নাম রেখেছিলেন তারকা দম্পতি। হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হল মা দুর্গা। বিরাট-অনুষ্কার রোজনামচাও বদলে গিয়েছে ভামিকার আগমনের পর থেকে। দেখতে দেখতে এই একরত্তি অনেকটাই বড় হয়ে গিয়েছে। সম্প্রতি ১০ মাস পূর্ণ করেছে ভামিকা। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ভামিকা। আর মেয়ের বড় হওয়া উপভোগ করছেন দুজনে।

গত কয়েক মাস ধরে নিজের স্বামীকে প্রায় কাছছাড়া করেননি অনুষ্কা। ভামিকার জন্মের পর বিরাট যখন আইপিএল খেলতে আমিরশাহিতে উড়ে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন অনুষ্কা-ভামিকা। তারপর সেখান থেকেই ইংল্যান্ডে চলে যান তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও বিরাটের সঙ্গ দিয়েছেন অনুষ্কা আর ভামিকা। রানির দেশেই একরত্তির ৬ মাসের জন্মদিনও পালন করেছিলেন বিরুষ্কা। আইপিএলের দ্বিতীয় পর্বেও স্বামীর সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অভিনেত্রী, তবে বিজ্ঞাপনী শ্যুটিংয়ের কাজে গত মাসেই মুম্বইয়ে ফিরেছেন ভামিকা জননী। দুবাইতেই স্বামীর জন্মদিন আর দিওয়ালি উদযাপন করেছিলেন তাঁরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Anushka-Virat: মনোকিনীতে ছবি দিলেন অনুষ্কা! স্ত্রীর হট ছবি দেখেই কমেন্ট করলেন বিরাট

মঙ্গলবার অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন৷ এই দিনটি তিনি পুলের ধারে আর ভালো ভালো দক্ষিণী খাবার খেয়ে কাটালেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে নিজের সাঁতারের আর দক্ষিণী খাবারের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী উজ্জ্বল নিয়ন গ্রিন মনোকিনি পরে দেখা পাওয়া গেল অনুষ্কার। খোলা চুল, নো মেক আপ আর মুখে এক গাল লাস্যময়ী হাসি। একটা ক্যানডিড ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর আরেকটা ছবিতে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা গিয়েছে।

স্ত্রীর হট ছবি দেখে সাথে সাথে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন ক্যপ্টেন কোহলি। কমেন্ট বক্সে একটা হার্ট ইমোজি আর আরেকটা হার্ট আই ইমোজি দিয়েছেন। এদিন নিজের ইনস্টাস্টোরিতে নিজের লাঞ্চের ছবিও দিয়েছেন বিরাট ঘরণী। এদিন অভিনেত্রীকে কলাপাতায় করে পরিবেশন করা হয়েছে উত্থাপাম আর সাইড ডিশ। সাথে একটা কলাও দেখা গেল থালার পাশে। ‘delicious’ অর্থাৎ সুস্বাদু লিখে সেই ছবি শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর এই হট ছবি দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Anushka-Virat: মনোকিনীতে ছবি দিলেন অনুষ্কা! স্ত্রীর হট ছবি দেখেই কমেন্ট করলেন বিরাট

About Author