খেলা

Virat Kohli: কোহলির জন্মদিনে বিস্ময়কর প্রতিক্রিয়া অনুষ্কা শর্মার, অভিনেত্রীর কর্মকান্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে শত রানের ইনিংস, তাও আবার জন্মদিনে? এ যেন স্বপ্ন। বিরাট কোহলির এমন সাফল্যের পর ক্রিকেটের সমস্ত মহল থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে।

Advertisement

Advertisement

গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে একদিনের ক্রিকেটে রাজত্ব করেছেন বিরাট কোহলি। নিজের ৩৫তম জন্মদিনে দলের পাশাপাশি দেশকে উপহার দিয়েছেন শত রানের ইনিংস। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে একাধিক রেকর্ড সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া। তবে নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যিনি বিশ্বকাপের মঞ্চে নিজের জন্মদিনে শতরানের ইনিংস খেলেছেন। উল্লেখ্য, বিনোদ কুম্বলে এবং শচীন টেন্ডুলকারের নামে জন্মদিনে একদিনের ক্রিকেটে শত রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে।

Advertisement

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডব দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৭০ হাজার দর্শক। আর ক্রিকেটের ঐতিহাসিক স্টেডিয়ামে বিরাট কোহলির পারফরমেন্স দেখে আনন্দে আপ্লুত তার ভক্তরা। গতকাল ঐতিহাসিক গ্রাউন্ডে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের বিস্ময়কর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রান মেশিন বিরাট কোহলি। বর্তমানে একদিনের ক্রিকেটে দুজনেরই শতকের সংখ্যা ৪৯-এ দাঁড়িয়েছে।

Advertisement

বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে শত রানের ইনিংস, তাও আবার জন্মদিনে? এ যেন স্বপ্ন। বিরাট কোহলির এমন সাফল্যের পর ক্রিকেটের সমস্ত মহল থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। তবে তার মধ্যে বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার শুভেচ্ছা বার্তা বিশেষ কারণে রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে বিরাট কোহলির বিশেষ সাফল্যের কারণে শুভেচ্ছা বার্তায় একটি মাত্র কথা লিখেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিরাটের শতকে লিখেছেন,’নিজের জন্মদিনে নিজেকে উপস্থাপন করুন।’ উল্লেখ্য, কোহলির জন্মদিনে অনুষ্কার বিশেষ মেসেজ বর্তমানে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়।

Advertisement

গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। যেখানে কোহলি অপরাজিত ১০১ রানের ইনিংস সহ শ্রেয়াস আইয়ার ৭৭ এবং রোহিত শর্মা ৪০ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৭ রানের লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়। ৩২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস। মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় কুইন্টন ডিককের শক্তিশালী দলটি।