Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কমলা পোশাকে ভাইরাল অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা

কোটিপতি লিগের আসর বসেছে দুবাইতে। সবাত নজর এখন আইপিএল এর উপর। আবার সেরার সেরা পাওনা হল, এই ম্যাচের মাঝে বলিউডের গ্ল্যামার প্রায়ই দেখতে পাওয়া যায়। শনিবার দুপুরে ছিল আরসিবি ও…

Avatar

কোটিপতি লিগের আসর বসেছে দুবাইতে। সবাত নজর এখন আইপিএল এর উপর। আবার সেরার সেরা পাওনা হল, এই ম্যাচের মাঝে বলিউডের গ্ল্যামার প্রায়ই দেখতে পাওয়া যায়। শনিবার দুপুরে ছিল আরসিবি ও রাজস্থান রয়্যালসের মধ্যে দুর্দান্ত ম্যাচ। যেই ম্যাচে উপস্থিত ছিলেন এই বছরের মোস্ট গ্ল্যামারাস ও চর্চিত জুটি বিরুষ্কা। আজ্ঞে হ্যাঁ, কমলা রঙের ড্রেসে হাজির ছিলেন অনুষ্কা। ইতিমধ্যে, অনুষ্কার সুন্দর ও মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যজুবেন্দ্র চাহলের বাকদত্তা ধনশ্রী বর্মা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ছবি তাঁর ইন্সটাগ্রামে। সবাই হাই মুখে পোজ দিয়েছেন এখানে। এমনকি অনুষ্কার বেবি বাম্পও স্পষ্ট। বেবি বাম্পে হাত রেখে এক গাল হাসিতে অনুষ্কা সত্যি অপরূপা। এই ছবি শেয়ার করে ধনশ্রী লিখেছেন হ্যাপ্পি লোগ অর্থাৎ সুখী মানুষ। ধনশ্রীর শেয়ার করা এই ছবি এখন ভাইরাল। তবে, পুরনো স্মৃতি উস্কে অনুষ্কা আবারও নিজের ইন্সটাগ্রামে মেতে উঠেছেন। একটি ব্যাগের বিজ্ঞাপনের হয়ে ফটোশ্যুট করিয়েছিলেন অনুষ্কা। সেই ছবি নিজের প্রোফাইলে শেয়ারও করেছেন। সব মিলিয়ে এই দম্পতি বেশ খোশমেজাজে দিন কাটাচ্ছেন দুবাইয়ে।
About Author