এরপর অনুরাগ লেখেন, “হ্যাঁ বোন একমাত্র তুই পারবি.. একমাত্র মনিকর্ণিকা। চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও এবং চিনের সঙ্গে লড়াই কর। দেখ আমাদের এলাকায় কতদূর ঢুকে পড়েছে ওরা। ওদের দেখিয়ে দাও যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমাদের চিন্তার কোনও কারণ নেই। যাও, আমাদের বাঘিনী। জয় হিন্দ।”बस एक तू ही है बहन – इकलौती मणिकर्णिका । तू ना चार पाँच को ले के चढ़ जा चीन पे।देखो कितना अंदर तक घुस आए हैं । दिखा दे उनको भी कि जब तक तू है इस देश का कोई बाल भी बाँका नहीं कर सकता। तेरे घर से एक दिन का सफ़र है बस LAC का । जा शेरनी। जय हिंद । https://t.co/PZA6EFSKQj
— Anurag Kashyap (@anuragkashyap72) September 17, 2020
কঙ্গনা যে বাঘিনীর মত লড়াই করছেন তা হয়তো বলিউড বুঝে গেছে। কিন্তু কেউ যদি কঙ্গনার আত্মমর্যাদা নিয়ে কটাক্ষ করে তাঁকেও ছেড়ে কথা বলেন না কঙ্গনা। সেইমত, অনুরাগের ট্যুইটের জবাবও কঙ্গনা দিয়েছেন। এদিন তিনি লেখেন, “আচ্ছা আমি সীমান্তে যাব, তাহলে তোমাকেও পরবর্তী অলিম্পিকে যোগ দিতে যেতে হবে। দেশের সোনার পদক চাই। এটা কোনও বি-গ্রেড ছবির চিত্রনাট্য নয়, যেখানে একজন শিল্পী যা ইচ্ছা তাই হয়ে যাবে। রূপককে খুব সিরিয়াসলি নিয়ে ফেলছ তুমি আজকাল। এত বোকা কবে থেকে হলে তুমি? আমরা যখন বন্ধু ছিলাম তখন তো তুমি বেশ চালাক ছিলে।”ठीक है मैं बॉर्डर पे जाती हूँ आप अगले अलिम्पिक्स में चले जाना, देश को गोल्ड मडेलस चाहिए हा हा हा यह सब कोई बी ग्रेड फ़िल्म नहीं है जहां कलाकार कुछ भी बन जाता है, आप तो मेटफ़ॉर्ज़ को लिटरली लेने लगे, इतने मंदबुद्धि कबसे हो गए, जब हमारी दोस्ती थी तब तो काफ़ी चतुर थे? https://t.co/TZVAQeXJ43
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020