সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় পর্দার অনুপমা অর্থাৎ অভিনেত্রী রূপালী গাঙ্গুলী একেবারে বোল্ড অবতারে দেখা দিয়েছেন। হলুদ পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে রূপালী গাঙ্গুলী একটি হলুদ ডিজাইন করা ব্লেজারে সেজেছেন। নুড মেকাপে লাস্যময়ী অবতারে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূতা পর্দার অনুপমা, যা দেখে চমকে দিয়েছেন ধারাবাহিকের অনুজও। এটি কোন একটি ফটোশুটের ছবি, তা দেখেই বোঝা যাচ্ছে। তার এই রূপে মুগ্ধ তার অসংখ্য অনুরাগীরাও। অভিনেত্রীকে একরাশ প্রশংসায় ভরিয়েছেন তারা। উল্লেখ্য, বাংলার ‘শ্রীময়ী’র মতো হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’রও জনপ্রিয়তা দর্শকমহলে বিপুল।
শাড়ি বিনুনি ছেড়ে বোল্ড অবতারে হাজির পর্দার অনুপমা, রূপে মুগ্ধ নেটিজেনদের একাংশ
হিন্দি ধারাবাহিক 'অনুপমা'য় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী রূপালী গাঙ্গুলীকে। তিনি হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। ধারাবাহিকে তাকে দর্শকরা হ্যান্ডলুম শাড়ি, মোটা বিনুনি, সিঁথিতে সিঁদুর ও…

আরও পড়ুন